ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রুট-পোপের শতকে জবাব দিচ্ছে ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২২ দুপুর ১২:৭

ট্রেন্ট ব্রিজের ব্যাটিং স্বর্গে প্রথম দেড় দিন ব্যাট হাতে উৎসব করেছিল নিউজিল্যান্ড। ডারিল মিচেল আর টম ব্লানডেলের শতকে প্রথম ইনিংসে ৫৫৩ রানের পাহাড় গড়েছিল তারা। এবার জো রুট আর ওলি পোপের জোড়া শতকে কিউইদের মোক্ষম জবাব দিচ্ছে ইংল্যান্ড।

রুটের টানা দ্বিতীয় শতক এবং পোপের আড়াই বছর পরে তিন অঙ্ক ছোঁয়ার দিনে গত ১১ বছরে টেস্টের একদিনে সর্বোচ্চ ৩৮৩ রান স্কোরবোর্ডে তুলেছে ইংল্যান্ড। সবশেষ ২০১১ সালে এই ট্রেন্টব্রিজেই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৪১৭ রান করেছিল তারা।

১ উইকেটে ৯০ রান নিয়ে নটিংহ্যাম টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। অ্যালেক্স লিস এবং ওলি পোপ দ্বিতীয় উইকেটে আগের দিনের ৮৪ রানের জুটিকে বাড়িয়ে এদিন ১৪১ রান পর্যন্ত নিয়ে যান। ব্যক্তিগত ৬৭ রানে ম্যাট হেনরির শিকার হয়ে লিস ফিরলে ভাঙে সেই জুটি। তবে সঙ্গী হারিয়ে দমে যাননি পোপ, রুটের সঙ্গে তৃতীয় উইকেটে গড়েছেন ১৮৭ রানের বিশাল জুটি।

এরই মধ্যে ৩৩ ইনিংস পর টেস্টে নিজের দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন পোপ। দারুণ ছন্দে থাকা রুটও সমানতালে ব্যাটিং করেছেন, লর্ডস টেস্টের পর নটিংহ্যাম টেস্টেও তুলে নিয়েছেন শতক। ইনিংসের ৮৩ .১ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ফিরে যাওয়ার আগে পোপ দলের সংগ্রহে যোগ করেছেন ১৪৫ রান।

পোপ ফেরার পর বেশিক্ষণ টেকেননি জনি বেয়ারস্টো, বোল্টের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ৮ রান করে। এরপর কিছুক্ষণ ক্রিজে রুটকে সঙ্গ দিলেও ব্যক্তিগত ফিফটি থেকে চার রান দূরে থাকা অবস্থায় ব্রেসওয়েলের বলে উইকেট খুইয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ড অধিনায়কের ৩৩ বলে ৪৬ রানের ইনিংসটি সাদা পোশাকে টি-টোয়েন্টির উত্তাপ ছড়িয়েছে।

শেষবেলায় রুট আর বেন ফোকস দেখেশুনে খেলায় আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। ২০০ বলে ১৬৩ রান নিয়ে রুট এবং ৭০ বলে ২৪ রান নিয়ে ফোকস চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ৮০ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪৭৩ রান।

এমএসএম / এমএসএম

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি