আলভেসকে ছেড়েই দিচ্ছে বার্সেলোনা
বার্সেলোনায় দ্বিতীয় মেয়াদে এসেছিলেন সাত মাস আগে। গেল জানুয়ারিতে এই দফায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে গায়ে জড়িয়েছিলেন বার্সার জার্সি। তবে কাতালুনিয়ায় ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের এবারের যাত্রাটা দীর্ঘ হলো না। তাকে দলে ভেড়ানোর সাত মাসের মাথায় ছেড়ে দিচ্ছে দলটি।
বার্সেলোনায় দ্বিতীয় দফায় যখন ফিরেছেন, তখন তার চুক্তিটাই ছিল ছয় মাসের। তবে ব্রাজিলের হয়ে ২০২২ বিশ্বকাপে খেলতে তিনি অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের আশা ছিল, বার্সেলোনায় শীর্ষ পর্যায়ের ফুটবলে থাকলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মেলাটা সহজ হবে।
সে কারণেই তিনি চেয়েছিলেন অন্তত ছয় মাসের একটা চুক্তি। তবে বার্সেলোনার মন গলেনি তাতে। তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় লা ব্লাউগ্রানারা। ফলে বার্সেলোনায় ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারের এবারের যাত্রাটা শেষ এখানেই।
তবে বার্সেলোনা তাকে আচমকাই সিদ্ধান্ত জানিয়েছে, বিষয়টা মোটেও এমন নয়। সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমের শেষ দিকে তিনি নিজেই বলেছিলেন, বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কি না, সেটা জানেন না তিনি। তবে আজ কাতালান দলটি বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। বর্ষীয়ান এই রাইটব্যাককে তারা জানিয়ে দিয়েছে, চলতি গ্রীষ্মে আর তাকে নতুন চুক্তি দিচ্ছে না ক্লাবটি।
চলতি দলবদল মৌসুমেই স্প্যানিশ সেজার অ্যাজপিলিকুয়েতাকে দলে ভেড়ানোর বিষয়ে ক্লাব কর্তারা আত্মবিশ্বাসী। যা হলে দানি আলভেস দলের জন্য ‘বোঝা’ হয়ে যাবেন, সে কারণেই মূলত তাকে নতুন চুক্তি না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার প্রথম দফায় ২০০৮ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর ৮ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা। এরপর ২০১৬ সালে তিনি যোগ দেন জুভেন্তাসে।
গেল নভেম্বরে ফ্রি এজেন্ট হিসেবে তাকে বার্সেলোনা দ্বিতীয় দফায় দলে ভেড়ায়, তখন চুক্তিটা ছিল ছয় মাসের। এরপর জাভি হার্নান্দেজের দলের হয়ে তিনি খেলেছেন ১৬ ম্যাচে। এক গোল আর তিন অ্যাসিস্ট করেছেন তিনি। মৌসুমের বাজে শুরুটা কাটিয়ে বার্সেলোনা যে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করেছে, তাতে অবদান আছে তারও।
এমএসএম / এমএসএম
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার