বার্সায় যোগ দিতে চেলসির লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে দিচ্ছেন তিনি!
শেষ কিছুদিন ধরেই বার্সেলোনা হন্যে হয়ে তরুণ সেন্টারব্যাকের খোঁজে আছে। সেই সেন্টারব্যাকের খোঁজ তারা পেয়েছে স্প্যানিশ দল সেভিয়াতে, তাদের ডিফেন্ডার জুলস কুন্দেকে মনে ধরেছে কোচ জাভি হার্নান্দেজের। এই খবরটা পৌঁছে গেছে ফরাসি ডিফেন্ডার কুন্দের কানেও। বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির প্রস্তাবও পায়ে ঠেলে দিচ্ছেন তিনি, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।
দুই সেন্টারব্যাক অ্যান্টোনিও রুডিগার আর আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের চুক্তি শেষ হয়ে গেছে চেলসির। ফলে রক্ষণে এই শূন্যতা পূরণে কুন্দেকেই দলে ভেড়ানোর দৌড়ে আছে দলটি।
ঠিক এমনই সময়ে এই বার্সেলোনা কুন্দের ওপর আগ্রহ দেখিয়েছে। ভঙ্গুর রক্ষণকে বদলে দিতে কোচ জাভি দলে চান ফরাসি ডিফেন্ডারকে। তিনি দলে এলে জাভির প্রথম একাদশে জায়গা করে নেবেন বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। তার সঙ্গে চেলসিকে বিদায় বলা ক্রিশ্চেনসেনও হবেন দলের প্রথম সারির ডিফেন্ডার।
সেটা জানার পর বার্সেলোনাতেই যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কুন্দে। সেভিয়াকে তিনি তা জানিয়েও দিয়েছেন। ইংলিশ ক্লাব চেলসি তো আছেই, নিউক্যাসল ইউনাইটেডও তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল, সেজন্যে ৯০০ কোটি টাকা খরচেও রাজি ছিল ক্লাব দুটো।
তবে কুন্দের সঙ্গে সেভিয়ার চুক্তিতে বলা আছে, রিলিজ ক্লজ ৯০০ কোটি টাকা হলেও তার পছন্দের ক্লাবের জন্য টাকার অঙ্কটা নেমে আসবে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকায়। কুন্দের বার্সায় যেতে চাওয়ার ফলে কাতালানরা পেতে যাচ্ছে সেই সুবিধাটা।
ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি অবশ্য খুব একটা সুবিধের নয় এখনো। সে কারণে ক্লাবটি এই প্রস্তাবে একজন ডিফেন্ডার জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। রাইটব্যাক সার্জিনিও ডেস্টকে এই চুক্তিতে যোগ করা হবে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।
এমএসএম / এমএসএম
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার