ওয়েস্ট ইন্ডিজকে হারানোর লক্ষ্যেই খেলবে বাংলাদেশ
বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে গুড়িয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। এতে তাদের লিড দাঁড়ায় ১৬২ রানের। পরে দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৫০ রান তুলেছে সফরকারীরা। ক্যারিবীয়দের থেকে এখনো ১১২ রানে পিছিয়ে আছে। এমন পরিস্থিতিতে যখন তিন দিনে ম্যাচের ফল বেরোনোর অপেক্ষা, তখন এই ম্যাচকে পাঁচ দিনে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ দলের। শুধু তাই নয়, ম্যাচটা জেতার লক্ষ্যেও খেলবে বাংলাদেশ, জানালেন পেসার খালেদ আহমেদ।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় খালেদ বলছিলেন, ‘আমরা তো জেতার জন্যই খেলব ইনশাআল্লাহ্। আমাদের চেষ্টা থাকবে ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে যত রান তুলতে পারে। খেলাটা যেন পাঁচ দিনে শেষ হয়। উইকেট খুবই ভালো উইকেট। বোলারদের জন্য অতটাও সাহায্য নেই। আমাদের ব্যাটসম্যানরা ইনশাআল্লাহ্ ভালো খেলবে।’
চলমান অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ব্যাটসম্যানরা। তবে বোলাররা ছিলেন আগ্রাসী। প্রায় দেড় বছর পর টেস্টে ফেরা মুস্তাফিজুর রহমানের সঙ্গে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানিয়েছেন এবাদত হোসেন আর খালেদ। ধারাবাহিক লাইন-লেন্থে আগ্রাসী ছিলেন সফরকারী দলের পেসাররা।
উইন্ডিজের মূল দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন খালেদ। সেঞ্চুরির পথে ছোটা ক্রেইগ ব্র্যাথওয়েটকে দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে আউট করেন ৯৪ রানে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করা জার্মেইন ব্ল্যাকউডকেও নিজের শিকার বানান তিনি। সব মিলিয়ে ২২ ওভার হাত ঘুরিয়ে ৫৯ রান দিয়ে নিয়েছেন মূল্যবান ২ উইকেট। যেখানে মেডেন ৪টি।
নিজের পারফরম্যান্স নিয়ে বেশ তৃপ্ত খালেদ, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। শেষ দুইটা টেস্টে যেহেতু ভালো করিনি, ইচ্ছে ছিল যেন সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারি। যেমনটা দক্ষিণ আফ্রিকায় করেছি।
এমএসএম / এমএসএম
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার