অপেক্ষা শেষ কিংবদন্তি ক্লোসার, হলেন প্রধান কোচ
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছে, তাতে অবদান ছিল তারও। সেই মিরোস্লাভ ক্লোসা খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন আগেই। তবে কোনো ক্লাব দলের প্রধান কোচ হননি কখনো। তার সে অপেক্ষা শেষ হচ্ছে এবার। প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। অস্ট্রিয়ান বুন্ডেসলিগার ক্লাব আলটাখের কোচ হতে যাচ্ছেন তিনি।
২০০২ বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ’০৬, ’১০ বিশ্বকাপে খেলেছেন তিনি। প্রথম দুই বিশ্বকাপে তিনি করেছেন ৫টি করে গোল, ‘১০ এ ৪ গোল করেছেন। ২০১৪ সালে শেষ বিশ্বকাপে তিনি করেছেন ২ গোল, যার শেষটি ছিল ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে। তাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পেছনে ফেলেন তিনি।
এরপরই অবশ্য তিনি জাতীয় দলকে বিদায় বলেন। এর দুই বছর পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ক্লোসা। এরপর নাম লেখান কোচিংয়ে। ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে।
এবার প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। গতকাল শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। এর কিছু পর আলটাখের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ক্র্যাশও করেছিল।
বিবৃতিতে ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’
১৩৭ ম্যাচে জার্মানির হয়ে ৭১ গোল করা ক্লোসা ২০১৬ সালে অবসর নেন, এর ঠিক পরই তৎকালীন কোচ জোয়াকিম লোর সহকারী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর তিনি বায়ার্ন মিউনিখের অ-১৭ দলের কোচিং করিয়েছেন কিছুদিন। ২০২০-২১ মৌসুমে তিনি তৎকালীন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিকের সহকারী হিসেবে যোগ দেন। এরপর এবার তিনি গেলেন আলটাখে।
এমএসএম / এমএসএম
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ