ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শিগগির জাতীয় দলে জায়গা হারাবেন পান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২২ বিকাল ৫:৩৭

সবশেষ আইপিএল দিয়ে ফিনিশার হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন দিনেশ কার্তিক। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলে বেশ কিছু ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দলের হয়েও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ২৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন কার্তিক। যার সুবাদে বাজে শুরুর পরও ভারত পেয়ে যায় ১৬৯ রানের সংগ্রহ। তবে কার্তিকের ফর্ম যেমন ভারতের জন্য আশা জাগানিয়া, তেমনি উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্তকে নিয়ে চিন্তায় তারা।

নানান কারণে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে পান্তকে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। সিরিজের প্রথম ম্যাচে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন পান্ত। কিন্তু পরের তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫, ৬ ও ১৭ রান।

এমন অবস্থা চলতে থাকলেও শিগগির জাতীয় দল থেকে বাদ পড়বেন পান্ত- এমনটাই মনে করেন ভারতের সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফর। তার মতে, রোহিত, কোহলি, রাহুলের সঙ্গে সূর্যকুমার যাদব ফিরলে পান্তের পক্ষে জাতীয় দলে জায়গা ধরে রাখা সহজ হবে না।

ইএসপিএন ক্রিকইনফোতে জাফর বলেছেন, ‘আমরা যদি পরের সিরিজের টি-টোয়েন্টি দল বানাই, সেখানে দিনেশ কার্তিক থাকবে নিশ্চিতভাবে। লোকেশ রাহুল ফিট হলে সেও আসবে। এছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলি, সুর্যকুমার যাদবরাও দলে ঢুকে যাবে। আমার মতে, সেই একাদশে পান্তের জায়গা পাওয়া কঠিন হবে।’

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে পান্তের চেয়ে কার্তিককে এগিয়ে রেখে জাফর আরও বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে পান্তকে ছাড়িয়ে গেছে কার্তিক। আমি ভবিষ্যতের কথা বলতে পারি না। তবে বর্তমান পরিস্থিতির কথা বললে, অবশ্যই পান্তের আগে কার্তিককে দলে নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের