আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা : সাকিব
প্রথম ইনিংসে ১১ ব্যাটসম্যানের ছয় জনই শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকা খালেদকে বাদ রাখলে ০ রান করার সংখ্যা শূন্য, তবে ২৫ রানের কোটা পার করতে পারেননি ৮ জন ব্যাটসম্যান। ধারাবাহিকভাবে ব্যর্থ ব্যাটসম্যানদের এতদিন বলা হতো মানসিকতায় সমস্যা। উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ৭ উইকেটে হেরে সাকিব আল হাসান জানালেন, টেকনিকেও সমস্যা আছে।
অ্যান্টিগায় হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব বলেন, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ ক্রিকেটে এমন চর্চা এর আগে খুব বেশি দেখা যায়নি বললেই চলে। ম্যাচ হারের পর কোচ-অধিনায়করা দু’হাতে আগলে রেখেছেন ক্রিকেটারদের। তৃতীয় দফায় টেস্ট দলের দায়িত্ব নিয়ে একেবারে বিপরীত সাকিব। ভালো করলে যেমন প্রশংসা বন্যায় ভাসাতে কার্পণ্য করছেন না, তেমনি ভুল করলে সংবাদ মাধ্যমের সামনে কাঠগড়ায় তুলতেও অনীহা করছেন না তিনি।
সাকিব যেহেতু অভিজ্ঞ ক্রিকেটার, টেকনিকে কার কোথায় সমস্যা হচ্ছে অধিনায়ক হিসেবে সেটা অবশ্য জানেন বা ধরতে পারছেন তিনি। তবে নেতৃত্ব সামলানো সাকিবের কোচের ভূমিকা পালনে আপত্তি আছে। সাকিবের বক্তব্য, একই সঙ্গে অধিনায়ক আর কোচের ভূমিকা পালন করার কোনো ইচ্ছেই নেই তার।
সাকিব বলেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করব। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’
তিনি যোগ করেন, ‘এটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব। এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারবে।’
সাকিব যেমন রাখঢাক না রেখে সব খোলামেলা বলছেন, তাতে ড্রেসিংরুমের পরিবেশ খানিক গুমোট হলেও আদতে লাভ হবে বাংলাদেশ ক্রিকেটেরই।
এমএসএম / এমএসএম
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ