ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আদিল রশিদকে হজের জন্য ছুটি দিলো ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১১:৩১

পবিত্র হজের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী ৭ থেকে ১২ জুলাই পালন করা হবে ২০২২ সালের হজ। সেই হজ পালন করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আর নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের কাছে ছুটি চেয়েছিলেন আদিল রশিদ। দুই পক্ষই তার ছুটি মঞ্জুর করেছে। যার ফলে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দেখা যাবে না তাকে। 

আদিল রশিদ চলতি বছরের শুরুর দিকে হজের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। এবার ছুটি পেয়ে যাওয়ায় তার আর হজ করতে কোনো বাধা রইল না। শনিবার তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করবেন। ধারণা করা হচ্ছে তিনি ফিরবেন মধ্য জুলাইতে, এরপরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংলিশরা। সেই সিরিজেই তাকে আবারও মাঠে পাবে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রাপ্তবয়স্ক ও শারিরিক-আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমদের জীবনে একবার হলেও হজ পালন করতে হয়। রশিদ ক্রিকইনফোকে জানান, ‘বেশ কিছু দিন ধরেই আমি হজ পালনের কথা ভাবছিলাম। কিন্তু সময়ের কারণে কাজটা কঠিন হয়ে পড়ছিল। চলতি বছর আমার মনে হয়, এটা আমার করতেই হবে। আমি ইসিবি আর ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলি, তারা এ বিষয়টা বুঝতে পারেন ও আমাকে উৎসাহ প্রদান করেন। বলেন, ‘হ্যাঁ, যেটা তোমার করতেই হবে, সেটা করো; এরপর যখন সম্ভব হয়, ফিরে এসো।’ আমি ও আমার স্ত্রী সেখানে যাচ্ছি আর আমরা সেখানে কয়েক সপ্তাহ পর্যন্ত থাকব।’

‘এটা বিশাল এক মুহূর্ত। সবার বিশ্বাসেই ভিন্ন ভিন্ন কিছু বিষয় রয়েছে, কিন্তু ইসলামে ও একজন মুসলিম হিসেবে এটা সবচেয়ে বড় কাজগুলোর একটি। আমার বিশ্বাস ও আমার জন্য এটা বিরাট এক বিষয়। আমি জানি, এটা আমার করতেই হতো, যেহেতু আমি তরুণ, শক্তিশালী ও স্বাস্থ্যবান। এটা এমন কিছু যার জন্য আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম।’

এমএসএম / এমএসএম

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের