'মেসি স্বামী হিসেবে অসাধারণ'
আজ ২৪ জুন লিওনেল মেসির ৩৫তম জন্মদিন। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মাঠে যেমন শান্ত, নম্র, ভদ্র; তেমনই মাঠের বাইরেও তিনি দারুণ এক মানুষ। বেশির ভাগ ফুটবল তারকাই যেখানে বহুগামী, লিওনেল মেসি সেখানে ব্যতিক্রম। সেই কৈশোরের প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করে সুখে ঘর-সংসার করছেন।
তাকে নিয়ে কখনো কোনো গসিপও শোনা যায়নি। সেই মেসি স্বামী হিসেবে কেমন? কিছুদিন আগে মেসির সাবেক বার্সা সতীর্থ জেরার্ড পিকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার দীর্ঘদিনের প্রেমিকা তথা সন্তানের মা পপ সম্রাজ্ঞী শাকিরার। পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছিলেন পিকে। এর পরই পিকের আরেক অপকর্ম ফাঁস করেন 'মিস বাম বাম' ব্রাজিলিয়ান মডেল সুজি কোরতেজ। তার দাবি, পিকেসহ বার্সেলোনার অনেকেই তাকে অশ্লীল মেসেজ পাঠাতেন।
তবে সুজি কোরতেজ ওই সময়ে বার্সায় খেলা দুজনের নাম উল্লেখ করে বলেন, তারা কখনো কোনো অশ্লীল মেসেজ পাঠায়নি। তাদের একজন লিওনেল মেসি। সুজি কোরতেজের ভাষায়, 'বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যে একমাত্র মেসি আর কুতিনহোই আমাকে কোনো মেসেজ পাঠায়নি। স্বামী হিসেবে তারা অসাধারণ এবং তারা নিজ নিজ স্ত্রীদেরকে সম্মান করে। '
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে আনতোনেল্লা রোকুজ্জোর সঙ্গে মেসির প্রেম পর্ব শুরু হয়েছিল। ২০১২ সালে তারা একসঙ্গে থাকা শুরু করেন। দুই সন্তান জন্মের পর ২০১৭ সালে এই তারকা জুটি বিয়ে সেরে নেন। এর মাঝে আরো এক সন্তান এসেছে তাদের ঘরে। তিনজনের নাম থিয়াগো মেসি, মাতেও মেসি এবং মাতেও মেসি। স্ত্রী ও সন্তানদের নিয়ে মেসির এখন সুখের সংসার।
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার