ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কিমের ওজন কমায় কাঁদছেন উ. কোরিয়ার নাগরিকরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ১:৪৪

শারীরিক ওজন কমিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি এমন কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হওয়ার পর চিন্তিত দেশটির নাগরিকরা। অনেকের চোখে জল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন মানুষের মনের ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এক ব্যক্তি বলেছেন, ‘আমরা যখন তার (কিম জং উন) কৃশকায় চেহারা দেখি তখন আমরা ব্যথিত হই। হৃদয়টা ভেঙে যায়। চোখে এমনিতেই জল চলে আসে।’

কিম জং উনের শারীরিক উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। সম্প্রতি তার যে ছবি প্রকাশিত হয়েছে তা দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি ওজন কমিয়েছেন। আগে তার ওজন ছিল ১৪০ কেজি। তার বর্তমান চেহারা দেখে অনেকেই বলছেন, তিনি ১০-২০ কেজি ওজন কমিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, কিমকে এখন একনিষ্ঠ ও পরিশ্রমী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ উত্তর কোরিয়া এখন খাদ্য সংকট সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

করোনাভাইরাস মোকাবেলার জন্য গত জানুয়ারিতে উত্তর কোরিয়া তাদের সীমান্ত বন্ধ করে দেয়। এ কারণে চীনের সাথে তাদের বাণিজ্য একেবারেই কমেছে। চীনের সাথে উত্তর কোরিয়ার বাণিজ্যকে দেশটির অর্থনীতির লাইফলাইন মনে করা হয়।

সংবাদ সংস্থা এএফপিকে আন চান-ইল নামের একজন গবেষক বলেছেন, ‘পিয়ংইয়ং এখন এই বার্তা দেয়ার চেষ্টা করছে যে, কিম এমন একজন নেতা যিনি জনগণের জন্য কঠোর পরিশ্রম করেন। এমনকি সে খাবার খাওয়ারও সময় পায় না। যার ফলে শরীরের ওজন কমে যায়।’

চলতি মাসে কিম দেশটিতে খাদ্য সংকটের অবস্থা স্বীকার করেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ৩৮ নর্থ প্রজেক্ট এর পরিচালক জেনি টাউন বলেছেন, ‘তিনি (কিম জং উন) কেন ওজন কমিয়েছেন সেটা পরিষ্কার না। তিনি শারীরিকভাবে অসুস্থ কিনা আমরা জানি না। আবার হতে পারে তিনি শারীরিকভাবে ফিট থাকার জন্য ওজন কমিয়েছেন।’

কিমের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয় না। এমনকি ৩৭ বছর বয়সী কিমের কয়টি সন্তান আছে তাও কেউ জানে না। কিন্তু তিনি অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন।

কিমের বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সাংয়েরও শারীরিক ওজনও মাত্রাতিরিক্ত ছিল। তারাও অতিরিক্ত মাত্রায় ধূমপান করতেন। তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

প্রীতি / প্রীতি

ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া

ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের

সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র‌্যাপার

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম

এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের

বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের

উড্ডয়নের পরপর ইঞ্জিন বিকল, যুক্তরাষ্ট্রে বিমানের জরুরি অবতরণ