বার্সার কাছে একটা ‘দ্বিতীয় অধ্যায়’ পাওনা মেসির
লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরানো নিয়ে আলোচনা হচ্ছে গেল এক সপ্তাহ ধরেই। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা একাধিকবার সংবাদ মাধ্যমে জানিয়েছেন মেসিকে ফেরানোর ইচ্ছা। গুঞ্জন শোনা যাচ্ছিল, বর্তমান কোচ ও মেসির বন্ধু-সতীর্থ জাভি হার্নান্দেজও চাইছেন আর্জেন্টাইন তারকা ফিরুন ন্যু ক্যাম্পে। এবার জাভি খোলামেলাভাবেই জানালেন, মেসিকে ফেরাতে আগ্রহী তিনি। বললেন, বার্সার কাছে একটা ‘দ্বিতীয় অধ্যায়’ পাওনা মেসির।
আগামীকাল সকালে নিউ ইয়র্ক রেডবুলের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাভি। সেখানেই জানালেন এই কথা। গেল বছর যেভাবে মেসি-বার্সার বিচ্ছেদ ঘটেছে, সেটা বর্তমান বার্সা কোচেরও ভালো লাগেনি। তিনি জানালেন, ‘মেসির সঙ্গে বার্সার সম্পর্কটা কখনো শেষ হোক, সেটা আমি কখনো চাইনি।’
এরপরই তিনি জানালেন, প্রত্যাবর্তনটা বার্সার কাছে পাওনাই হয়ে আছে মেসির। তিনি বলেন, ‘আমার মনে হয়, একটা দ্বিতীয় সুযোগ পাওনাই হয়ে আছে তার।’
বার্সেলোনার হয়ে কী জেতেননি মেসি? লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ… এরপর ব্যক্তিগত সব পুরস্কারও তিনি জিতেছেন, সবার চেয়ে বেশিই জিতেছেন। ক্লাবকে দু’হাত ভরে দিয়েছেন যিনি, এমন একজনকে কী করে না চাইতেন বার্সা কোচ? তিনি বললেন, ‘যদি প্রশ্নটা হয়, আমি মেসিকে বার্সেলোনায় ফেরত চাই কি না? তাহলে আমার উত্তর হচ্ছে হ্যাঁ।’
সংবাদ সম্মেলনের শেষ ভাগে আবারও মেসিকে নিয়ে প্রশ্ন ধেয়ে গেল জাভির কাছে। প্রশ্ন করা হলো, এই মৌসুমেই কি মেসিকে ফেরাতে চায় বার্সা? উত্তরে জাভি বললেন, ‘এটা ক্লাবের ভবিষ্যতের জন্য তোলা রইলো। তবে এই মৌসুমের জন্য নয়।’
বার্সেলোনা ছেড়ে মেসি গেল বছর যোগ দিয়েছেন পিএসজিতে। ক্লাবটির সঙ্গে তার চুক্তি দুই বছরের। যার প্রথম বছরটা কাটিয়ে ফেলেছেন মেসি। আগামী মৌসুমে যখন তার চুক্তি শেষ হয়ে যাবে, তখনই তাকে ফিরিয়ে আনতে চায় বার্সা, এমন আভাসটা আগেই মিলছিল। জাভির কথার পরে পরিষ্কার হয়ে গেল সেটাও।
এমএসএম / এমএসএম
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার