ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

তুষি ব্যাখ্যা দিয়ে জানালেন আসল ঘটনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১১:৩৫

বাংলা শোবিজের প্রতিভাবান অভিনেত্রী নাজিফা তুষি। প্রথম নজর কাড়ের ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আইসক্রিম’ সিনেমাটি দিয়ে। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘হাওয়া’। এ উপলক্ষে প্রতিদিনই তুষিকে যেতে হচ্ছে রাজধানীর কোনো না কোনো সিনেমা হলে। তারই ধারাবাহিকতায় ৩১ জুলাই তিনি যান রাজধানীর শ্যামলী সিনেমা হলে।

সেখানে গিয়েই বিতর্কে জড়ান তুষি। শ্যামলী সিনেমা হলে যাওয়া মাত্রই সাংবাদিকরা ঘিরে ধরেন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। তাদের দাবি মেনে তুষি হলের এক কোণায় গিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য প্রস্তুত হন। এ সময় তিনি সেখানে ‘হাওয়া’র পোস্টারের পাশে ‘দিন: দ্য ডে’ এবং ‘পরাণ’-এর পোস্টার দেখে সেগুলো সরাতে বলেন হল কর্তৃপক্ষকে।

ব্যস, এতেই ঘটে বিপত্তি। তুষির বলা ওই কথার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর নিন্দা করতে শুরু করেন নেটবাসী। তাকে নীচু মনের বলে কটাক্ষও করেন। একটু পরিচিতি পেয়েই অভিনেত্রী অন্যদেরকে অবজ্ঞা করতে শুরু করেছেন বলেও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ আবার তাকে মনে করিয়ে দেন, ‘অহংকার পতনের মূল’।

তিন দিন ধরে চলা এই বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন তুষি। দিলেন ব্যাখ্যা। জানালেন, আসলে সেদিন কী ঘটেছিল। তুষির দাবি, ‘যেহেতু আমি ‘হাওয়া’র নায়িকা। তাই সাক্ষাৎকার দেওয়ার সময় আমার মনে হলো, অন্য দুটি সিনেমার পোস্টার একটু সরিয়ে রাখলে ভালো হবে। বলার পর হল কর্তৃপক্ষই সেগুলো সরান। পরে সাক্ষাৎকার শেষে পোস্টার দুটি জায়গা মতো রেখে দেন।’

অভিনেত্রী বলেন, ‘পোস্টার দুটি সরাতে বলার পেছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। কারণ, সাক্ষাৎকার দেওয়ার সময় আমি ‘হাওয়া’র পাশাপাশি ‘পরাণ’ এবং ‘দিন: দ্য ডে’ সিনেমা দুটি দেখার জন্যও সকলকে অনুরোধ করি। তুষির দাবি, ‘পুরো ভিডিওটা না ছেড়ে কারা যেন শুধু পোস্টার সরাতে বলার অংশটুকু কেটে ভাইরাল করে দিয়েছে। উদ্দেশ্যপ্রণেদিত ভাবে এটা করা হয়েছে।’

অভিনেত্রী জানান, ‘পুরো সাক্ষাৎকার দেখলে সবার ভুল ভাঙবে।’ তুষির প্রশ্ন, ‘আমি একজন শিল্পী। তাই অন্য শিল্পীর কাজকে কেন অসম্মান করব?’ অভিনেত্রীর ভাষ্য, ‘যাদের সিনেমার পোস্টার আমি সরানোর কথা বলেছি, ব্যাপারটি বুঝে তারা কিন্তু কিছুই বলছেন না। অথচ বাইরের কিছু মানুষ এটিকে রংচং লাগিয়ে বিতর্ক ছড়াচ্ছে। তাদের উদ্দেশ্য ভালো নয়।’

মানুষের এমন আচরণে কষ্ট পাওয়ার কথা জানিয়ে তুষি বলেন, ‘এসব দেখে আমার মনটা খুব খারাপ। আমি ছোট মানুষ। সিনেমাতে খুব কম কাজ আমার। আমাকে যদি সবাই সহযোগিতা না করেন, টেনে ধরেন, তাহলে তো এখানে কাজ করতে পারব না।’

প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমায় তুষি অভিনয় করেছেন গুলতি চরিত্রে। যিনি পেশায় একজন বেদেনী। নৌকাডুবিতে ভেসে যান সাগরে। ওঠেন মাছধরা জালে। এই সিনেমায় কয়েকজন জেলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার ও সোহেল মন্ডল। ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন। এটি তার নির্মিত প্রথম চলচ্চিত্র।

প্রীতি / প্রীতি

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা