ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নারী-পুরুষ বৈষম্য নিয়ে বিস্ফোরক নীনা গুপ্তা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩-৮-২০২২ দুপুর ১১:৩৬

বয়স শুধুই একটা সংখ্যা মাত্র- এই কথাটা বারবার প্রমাণ করে দেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। ক্যারিয়ারের শুরুর দিকে নাম-যশ, প্রতিপত্তি পাননি। তবে এখন বলিউডের অন্যতম পরিচিত নাম নীনা গুপ্ত। ছক ভাঙতে তিনি বরাবরই ভালোবাসেন। পাশাপাশি রাখঢাক রেখে কথা বলা তার একেবারেই পছন্দ নয়।

সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির নারী-পুরুষ বৈষম্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নীনা। তিনি জানান, অনেক অভিনেতাই তার সঙ্গে কাজ করতে চান না। সবার ‘তরুণ অভিনেত্রী’দের সঙ্গে কাজ করার আগ্রহ।

১৯৮২ সালে ‘সাথ সাথ’ ছবির মাধ্যমে বলিউড জার্নি শুরু হয়েছিল নীনার। দীর্ঘ সময় বড় পর্দায় এবং টেলিভিশনে অভিনয় করার পর সম্প্রতি তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে। সৌজন্যে ‘বাধাই হো’ ছবির বাঁধভাঙা সাফল্য। নেটফ্লিক্সের মাসবা মাসাবা সিজন ২-তে সম্প্রতি দেখা গেছে তাকে।

নীনার মেয়ে মাসাবা গুপ্তা অভিনীত এই সিরিজে মাসাবার মায়ের চরিত্রেই অভিনয় করেছেন তিনি। নতুন সিজনে রাম কাপুরের বিপরীতে দেখা গেছে নীনাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের লিঙ্গ বৈষম্য এবং বয়স নিয়ে কথা বলেন নীনা। তিনি জানান, ‘দুই-তিনটা এমন প্রোজেক্ট ছিল, যখন আমি পরিচালককে জিজ্ঞাসা করেছি আমার বিপরীতে কে রয়েছেন? তারা বলেছেন, আপনি কারও নাম প্রস্তাব করুন। আমি পাল্টা বলেছি, এটা আমার জন্য বলা খুব কঠিন, কারণ আমার সঙ্গে কেউ কাজই করতে চায় না’।

রাম কাপুরকে অন্তর থেকে ধন্যবাদ জানান ৬৩ বছর বয়সী নীনা। বয়সে ছোট হয়েও নীনার নায়ক হওয়ার সাহস দেখিয়েছেন তিনি। এতেই খুশি অভিনেত্রী। নীনা বলেন, ‘সবাই চায় কম বয়সী মেয়েদের সঙ্গে কাজ করতে। আমাদের সমাজ পাল্টানি। আমরা হলাম সংখ্যালঘু। আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি এবং এখানে সবকিছু এরকমই থাকবে।’

এর আগে ২০১৭ সালে নীনা গুপ্তার একটি টুইট ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে অভিনেত্রীকে সরাসরি কাজ চাইতে দেখা যায়। তিনি লেখেন, ‘আমি মুম্বাইনিবাসী একজন ভালো অভিনেত্রী এবং ভালো চরিত্রে অভিনয় করতে চাই।’ হাতে কাজ না থাকলে প্রকাশ্যে কাজ চাওয়াটা লজ্জার নয় বলে নীনা সাফ বার্তা দেন ওই টুইটে।

প্রীতি / প্রীতি

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা

বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের পুরস্কার পেলেন তৌসিফ

‘বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি’

পিরিয়ড নিয়ে মন্তব্যে বিপাকে রাশমিকা