ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

এই কোপা দেল রেও বিশেষ কিছু: মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২১ সকাল ৭:৫১

প্রতি মৌসুমে লিগ জেতাটাকে যেন অভ্যাসই বানিয়ে ফেলেছিল বার্সেলোনা। চলতি মৌসুমেও সুযোগ ছিল দলের। কিন্তু শেষ সময়ে এসে বাজে ফর্মের কারণে লিগ খুইয়েছে লিওনেল মেসির দল। তবে গেল মৌসুমের মতো এবার অবশ্য শিরোপাহীন ভাবে মৌসুম শেষ করতে হচ্ছে না দলটিকে, জিতেছে কোপা দেল রে। আর এই শিরোপাকে অধিনায়ক লিওনেল মেসি দেখছেন ‘বিশেষ কিছু’ হিসেবেই।

মেসির এই বক্তব্যের কারণ, শেষ কিছু দিনে বার্সেলোনায় অস্থিতিশীলতা। গেল মৌসুমটা একরকম ঝঞ্ঝাবিক্ষুব্ধই গিয়েছে দলটির। মাঝ মৌসুমে কোচ বদলেছে, এরপর লিগ, কাপ হাতছাড়া হলো, শেষটা হলো বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে। 


তারপর মেসি নিজেই ছাড়তে চেয়েছিলেন ক্লাব, তবে নানান ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ শেষমেশ আর ক্লাব ছাড়া হয়নি তার। নতুন কোচ এলেন, তবে পেলেন না পছন্দের খেলোয়াড়দের, উল্টো বার্সেলোনা ছেড়ে দিল স্ট্রাইকার লুই সুয়ারেজকে। সভাপতির পদত্যাগ দেখল ক্লাবটি, অন্তর্বর্তীকালিন সভাপতির অধীনে থাকায় শীতকালীন দলবদলটাও কাজে লাগানো যায়নি। সঙ্গে বিশাল ঋণ আর মহামারিকালের অর্থনৈতিক ধাক্কা তো ছিলই!

সবকিছুর ছাপই যেন পড়ছিল মাঠের পারফর্ম্যান্সে। লিগে গত নভেম্বরে ক্লাবটি চলে গিয়েছিল ১৩তম অবস্থানেও। সবকিছুর পর দৌড়ে ফিরলেও শিরোপা আর জেতা হয়নি। এর মাঝে কোপা দেল রে-তেও বিদায়ের শঙ্কা থেকে উঠে আসতে বারবার, এরপরই সম্ভব হয়েছে শিরোপা জয়।


লিওনেল মেসির কাছেও তাই এই শিরোপা বিশেষ কিছু। ছয় বারের ব্যালন ডি’অর জয়ী সম্প্রতি আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলে-কে এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যটা হচ্ছে, আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম তাতে কোপা দেল রে-টা বিশেষ কিছুই।’

শেষ দুই বছর ধরেই যেন বার্সেলোনা বেশ খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছে। এ শিরোপাজয়কে সুরঙ্গের শেষে আলো হিসেবেও দেখছেন বার্সা অধিনায়ক। বললেন, ‘ভিন্নতর ফলাফল আর শিরোপা না জেতার কারণে শেষ কয়েক বছরে সময়টা ভালো যাচ্ছে না আমাদের। আর এখন আমাদের দলটাও নতুনদের নিয়ে গড়া। আর কোপা দেল রে জেতাটা একটা টার্নিং পয়েন্ট কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ।’

আর মেসির শিরোপা জেতার ক্ষুধাটা তো সর্বজনবিদিতই! এ কারণেও শিরোপা জেতাটাকে গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। বললেন, ‘এর বাইরেও, ব্যক্তিগতভাবে আমি শিরোপা জিততে পছন্দ করি। যত বেশি তত ভালো।’

রিয়াদ / রিয়াদ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতের কোনো আম্পায়ার, আছেন সৈকত

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান ইফতেখার মিঠু

‘যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন লঙ্কান তারকা ওপেনারের

রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, বাংলাদেশকে সহায়তা করছে ব্রিটিশ সংস্থা

পুলিশের মুখোমুখি রাজশাহী মালিক, তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলির কাঁধে বড় দায়িত্ব দেখছেন গম্ভীর

অভিষেকেই ম্যাচসেরা হামজা, কেমন ছিল মাঠের পারফরম্যান্স

শেফিল্ডে শুরুতেই কাঁপিয়ে দিলেন হামজা

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

বিদ্রোহের মাঝেই ফুটবলার নিয়ে অনুশীলনে কোচ

প্লে-অফেই রিয়াল-সিটি লড়াই, বাকি ম্যাচে কে কার প্রতিপক্ষ