‘স্ত্রী’কে ফেরাতে প্লেকার্ড নিয়ে ধর্নায় স্বামী!
প্রেমের স্বীকৃতি পেতে প্রেমিকের বা প্রেমিকার ধর্নায় (অবস্থান ধর্মঘট) বসার বহু ঘটনা রয়েছে। এবার প্রেমিকাকে ‘স্ত্রী’ বলে স্বীকৃতি দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ধর্নায় বসলেন এক যুবক। তাও আবার প্ল্যাকার্ড হাতে। শনিবার দুপুওে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার ধিতাইবসান এলাকায় এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ।
পুলিশ জানায়, ধর্নায় বসা ওই যুবকের নাম সৌমেন সুকুল। সুতাহাটা থানার ঠেকুয়ার বাসিন্দা সৌমেন নন্দকুমার থানার ধিতাইবসান এলাকার বাসিন্দা অসীম কুইল্যার বাড়ির সামনে ধর্নায় বসেছেন। তার দাবি, অসীম কুইল্যার মেয়ে মণীদীপার সঙ্গে তার বিয়ে হয়েছে। যদিও সৌমেনের দাবি খারিজ করে দিয়েছে মণীদীপার পরিবার। তবে মণীদীপা এখনও মুখ খোলেননি। বিষয়টি খতিয়ে দেখছে নন্দকুমার থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মণীদীপার সঙ্গে ফেসবুকেই পরিচয় সৌমেনের। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে। তারপর পরিবারকে না জানিয়েই তারা গোপনে বিয়ে করেছেন বলে সৌমেনের দাবি। যদিও মণীদীপাকে কখনও শাঁখা-সিঁদুর পরতে দেখা যায়নি। তবে সৌমেনের দাবি, তাদের সম্পর্কের বিভিন্ন মুহুর্তের ছবিও রয়েছে। কেউ যাতে বিষয়টি জানতে না পারে, সেজন্য বাপেরবাড়িতে থাকতেন মণীদীপা। এখন মণীদীপার বাবা তার মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলে মণীদীপার বাবা তাকে মারধর করেন বলেও অভিযোগ সৌমেনের।
মেয়ের সঙ্গে সৌমেনের সম্পর্কের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন অসীম কুইল্যা। তবে সহজে হাল ছাড়ার পাত্র নন সৌমেন। তাই স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার দাবিতে ধর্নায় বসলেন তিনি। সৌমেনের কথায়, ‘আমি আমার স্ত্রীকে বাড়িতে নিয়ে যেতে চাই। যতক্ষণ না আমার সঙ্গে বাড়ি যাবে, আমি এখানেই বসে থাকব।’ সূত্র : এই সময়
প্রীতি / প্রীতি
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম
এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, হামলার নিন্দা পাকিস্তানের