রনির অবস্থা আগের চেয়ে অনেক ভালো : ডা. সামন্ত লাল
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে অনেক ভালো। রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পেয়েছি সেগুলো এখন উন্নতির দিকে। আশা করি, দ্রুতই আরও উন্নতি ঘটবে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিজ কার্যালয়ে জাগো নিউজকে তিনি একথা বলেন। ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আজ (মঙ্গলবার) তার (রনি) ড্রেসিং করিয়েছি। আগের চেয়ে এখন ভালো আছে। এক সপ্তাহ পর আবার ড্রেসিং করা হবে।
আবু হেনা রনির অবস্থা আগের চেয়ে ভালো আছে জানিয়ে তিনি বলেন, আমরা তার রক্ত পরীক্ষায় যেসব সমস্যা পেয়েছি সেগুলো এখন উন্নতির দিকে। আশা করি, দ্রুতই আরও উন্নতি ঘটবে। দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সামন্ত লাল সেন বলেন, দগ্ধ রোগীদের ক্ষেত্রে আমি বলি যতদিন হেঁটে বাসায় না যাবে ততদিন কিছুই বলা যাবে না ভয় নেই। কারণ পোড়া রোগীদের শরীরে প্রতি মুহূর্তেই পরিবর্তন হয়।
তিনি বলেন, রনির হাতে একটু বেশি ক্ষত রয়েছে। গত কয়েকদিনে শরীরের যেমন উন্নতি হচ্ছে এভাবে উন্নতি ঘটলে আশা করা যায় আগামী ৪ সপ্তাহ লাগবে ভালো হতে। এদিকে দগ্ধ পুলিশ কনস্টেবল মো. জিল্লুর রহমানের (৩১) অবস্থাও আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হন কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ ৫ জন। দগ্ধ অন্যরা হলেন, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন। তাদের মধ্যে কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও কনস্টেবল মো. জিল্লুর রহমানকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
প্রীতি / প্রীতি
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা