কাটতেই হলো গায়ক আকবরের পায়ের কিছু অংশ
চিকিৎসকদের বরাত দিয়ে গত শুক্রবারই সম্ভাবণার কথা জানিয়েছিলেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। চার দিনের মাথায় কাটাই পড়ল গায়কের পায়ের কিছু অংশ। সোমবার অস্ত্রোপচার করে আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ কাটা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
যদিও চিকিৎসকরা জানিয়েছিলেন, পুরো পা-ই কাটা পড়তে পারে আকবরের। তবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান গায়কের স্ত্রী। মঙ্গলবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘পুরো পা কাটার সিদ্ধান্ত এখনো হয়নি। ওনার দুটি কিডনিই নষ্ট। পেটে খুব যন্ত্রণা হচ্ছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড।’
আকবর বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। তার পায়ের গোড়ালিতে পচন ধরেছে। ১৮ জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে ‘তোমার হাত পাখার বাতাসে’ গান গেয়ে পরিচিতি পাওয়া এই গায়ককে।
এদিকে আকবরের জন্য দোয়া চেয়ে সোমবার রাতে তার মেয়ে অথৈ ফেসবুকে লেখেন, ‘আব্বুর অবস্থা খুবই খারাপ। আব্বু খুব কষ্ট পাচ্ছেন। আল্লাহ তুমি আমার আব্বুকে মাফ করে দাও। আমার আব্বুকে সুস্থ করে দাও। আব্বুর কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। সবাই মন থেকে আব্বুর জন্য দোয়া করবেন।’
জানা যায়, একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গায়ক আকবরের পায়ের এমন দুরাবস্থা গত বছর থেকে। এরইমধ্যে বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাকে। হয়েছেন অস্ত্রোপচার। খরচা হয়েছে কয়েক লাখ টাকা।
গত মে-তে আকবরের পায়ের অস্ত্রোপচার করা হয়। তারপর বেশ ভালো ছিলেন তিনি। মাঝের চার মাসে স্টেজ শো পর্যন্ত করেছেন। আকস্মিকভাবে তার পায়ে পানি জমতে থাকে। পায়ে পচনও ধরেছে, যা হাড় পর্যন্ত পৌঁছে গেছে। এই অবস্থা দেখে ফের আকবরকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রীতি / প্রীতি
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা