ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আলিয়ার হার্ট অফ স্টোন আসছে 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১২:৪৮

আসন্ন হলিউড চলচ্চিত্র ‘হার্ট অফ স্টোন’ দিয়ে হলিউডে অভিষেক করতে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সিনেমাটিতে আরো রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান, খ্যাত গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান। সম্প্রতি সিনেমাটির নির্মাতারা কয়েকটি বিটিএস শট এবং অ্যাকশন দৃশ্য সমন্বিত একটি ভিডিও শেয়ার করেছেন।  

ভিডিওটিতে আলিয়া, জেমি এবং গ্যালকে মারাত্মক অ্যাকশন স্টান্ট করতে দেখা গেছে। আসন্ন এই স্পাই-থ্রিলার সিনেমা সম্পর্কে আলিয়া বলেছেন, ‘সিনেমাটি দুর্দান্ত হতে যাচ্ছে।  এতে এমন চরিত্রগুলো রয়েছে যাদের সঙ্গে আপনি সত্যিই সংযুক্ত হতে এবং তাদের অনুভব করতে পারবেন’।

ভিডিওটির টিজার শেয়ার করে এবং সিনেমাটিতে তাঁর চরিত্র ‘কেয়া ধাওয়ান’ এর পরিচয় দিয়ে আলিয়া লিখেছেন, ‘‘হার্ট অফ স্টোন এবং কেয়া’ আসছে নেটফ্লিক্সে। ’’

এর আগে আলিয়া ‘ওয়ান্ডার ওম্যান, খ্যাত গ্যাল গ্যাডটের সঙ্গে তাঁর প্রথম হলিউড অ্যাকশন সিনেমার শুটিংয়ের বিষয়ে কথা বলেছিলেন। পেটে সন্তান নিয়েই শ্যুটিং করার বিষয়টি জানিয়েছিলেন তিনি।

তিনি জানিয়েছিলেন, প্রথম অ্যাকশন সিনেমা হিসেবে তাঁর হাতে এই প্রস্তাবটি ছিল। তিনি এই অভিজ্ঞতা কখনোই ভুলতে পারবেন না কারণ সিনেমার পুরো টিম তাঁর সঙ্গে অনেক সুন্দর এবং ভাল আচরণ করেছে।  এটি তাঁর সবচেয়ে সুন্দরতম অভিজ্ঞতার একটি।

আলিয়া, জেমি এবং গ্যাল গ্যাডট অভিনীত‘হার্ট অফ স্টোন’ ২০২৩ সালে মুক্তি পাবে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

প্রীতি / প্রীতি