মোদির মন্ত্রিসভায় রদবদলে কাজের মূল্যায়ন ও রাজনীতির সমীকরণ
মন্ত্রিসভায় ব্যাপক রদবদল এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার মন্ত্রিসভায় যে পরিবর্তন আনা হয়েছে তাতে নতুন মুখ ৩৬ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য ৭৮ জন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মন্ত্রিসভায় মন্ত্রীদের কাজের মূল্যায়নের প্রতিফলন ঘটেছে। সেই সাথে আছে রাজনৈতিক সমীকরণও। কারণ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই সব হিসাব নিকাশ করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কাজ নিয়ে মোদি এবং অমিত শাহ খুশি ছিলেন না বলে বিজেপির ভেতরের খবর। তাকে সরিয়ে দেয়া হয়েছে। সার ও রসায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মনসুখভাই মাণ্ডব্য করোনা মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন। দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে মাণ্ডব্যকে। সেই সাথে আগের মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন তিনি।
সারের দাম বৃদ্ধি, কৃষক আন্দোলনসহ নানা ইস্যু সামাল দিতে না পারায় সমালোচিত সার ও রসায়ন মন্ত্রী সদানন্দ গৌড়াকে মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলা হয়েছে।
পশ্চিমবঙ্গের চার সাংসদ মন্ত্রী হয়েছেন। বাদ পড়েছেন দুই সাংসদ। তবে মন্ত্রিসভায় নতুন চার বাঙালি সদস্যের পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন আরও এক বাঙালি- ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক।
মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে মন্ত্রী হবেন, তা প্রত্যাশিতই ছিল। দেড় বছর আগে কংগ্রেস ছেড়ে দুই ডজনেরও বেশি বিধায়ক নিয়ে বিজেপিতে শামিল হয়েছিলেন তিনি। কমলনাথ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় এনেছিলেন বিজেপিকে। তারই পুরস্কার কেন্দ্রীয় মন্ত্রিত্ব।
তবে জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্কে জড়ালেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের বিদায়ের পিছনে স্বাস্থ্যের কারণই মুখ্য। মাস কয়েক আগে কোভিড আক্রান্ত হওয়ার পর উত্তরাখণ্ডের এই নেতা মন্ত্রণালয় ও দলের কাজে কার্যত কোনো সময়ই দিতে পারছিলেন না। আগামী বছরের গোড়াতেই উত্তরাখণ্ডে বিধানসভা ভোট। তাই এবারের মন্ত্রিসভার রদবদলে হিমালয়ঘেরা রাজ্য থেকে আরেক প্রভাবশালী নেতা অজয় ভট্টকে মন্ত্রী করেছেন মোদি।
মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে মহারাষ্ট্রকেও। মহারাষ্ট্রের প্রকাশ জাভড়েকর, সঞ্জয় ধোত্রে, রাওসাহেব দানবে পাটিলের মতো মন্ত্রীরা বাদ পড়েছেন। এঁদের মধ্যে দক্ষ সংগঠক হিসেবে পরিচিত রাওসাহেব রাজ্য বিজেপির সাবেক সভাপতি। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের মোকাবেলায় তাঁকে রাজ্য রাজনীতিতে ফেরানো হতে পারে বলেই বিজেপি সূত্রের খবর।
বিহার থেকে বাদ পড়েছেন রবিশঙ্কর প্রসাদ, অশ্বিনী চৌবের মতো প্রবীণ বিজেপি নেতারা। নতুন তথ্যপ্রযুক্তি আইন প্রণয়ন এবং ‘ব্যক্তিগত তথ্য গোপনের স্বাধীনতা’ ঘিরে বিতর্কের বিষয়টি তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর ঠিকভাবে সামলাতে পারেননি বলে অনেকে মনে করছেন। বিশেষত, টুইটার-বিবাদ যেভাবে আন্তর্জাতিক খবর হয়ে উঠেছিল তা রবিশঙ্করের বিদায় প্রশস্ত করেছে বলেই অনেকের ধারণা।
এই রদবদলে মোট সাতজন প্রতিমন্ত্রীর পদোন্নতি হয়েছে। বুধবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এই নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ নাম অনুরাগ ঠাকুর। অনুরাগের বাবা তথা হিমাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী প্রেমকুমার ধুমল সে রাজ্যের বিজেপির গোষ্ঠী সমীকরণে বর্তমান সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বিরোধী হিসেবে পরিচিত। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সন্ত্রাস মোকাবিলায় বিশেষ তৎপরতা দেখিয়েছেন তেলঙ্গানার নেতা জি কৃষ্ণ রেড্ডি। তাঁকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে।
মোদির গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তাঁর বিশ্বস্ত পুরুষোত্তম রূপালা। প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন তিনিও। সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংয়েরও প্রশাসনিক দক্ষতার কারণেই প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রিত্বে পদোন্নতি হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
প্রীতি / প্রীতি
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম
এক ঘণ্টার বর্ষণে মরক্কোতে আকস্মিক বন্যা, ২১ জন নিহত