ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

আগামী ৩ মাসের মধ্যে অবৈধ গ্যাস লাইন অপসারণ করতে হবে


আব্দুর রব সুজন photo আব্দুর রব সুজন
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ১০:৩২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ৩ মাসের মধ্যে তিতাস গ্যাসের সকল অবৈধ লাইন অপসারণ করতে হবে। এ বছর ডিসেম্বরের মধ্যেই তিতাসের অবৈধ গ্যাস লাইন শূন্যতে আনত হবে। পরিকল্পিত এলাকার বাইরে বিদ্যুৎ-জ্বালানি সংযোগ দেয়া যাবে না। অকুপেন্সি সার্টিফিকেট অনুসারে সংযোগ না নিলে সংযোগ বিচ্ছিন্ন করুন।
গত রোববার সন্ধায় অফিসার্স ক্লাবে তিতাস গ্যাস ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটির আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, তিতাস গ্যাসের সিস্টেম ডিজিটাইলেস করতে হবে। সকল গ্যাস গ্রাহকের জন্য ইভিসি মিটার এবং প্রি-পেইড মিটার স্থাপন করতে হবে। অটোমেশন করার প্রক্রিয়া ধীর গতিতে চলছে- যা কাঙ্খিত নয়। ট্রাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এই সিস্টেম চালু হলে মানুষ সুবিধা পাবে। এতে তিতাসের আয় বৃদ্ধি পাবে। তিতাসের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারিদের হুশিয়ারী দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনার নিজের আর্থিক সুবিধার কারণে দেশের ব্যাপক ক্ষতি করছে। এ সময় তিতাসের জরুরি কল সেন্টার চালু করারও নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, আপনার ভাগ্যবান যে এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতাই আসার পূবের্ই ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এটি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এটার মূল কারন হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ জালানি রয়েছে। তিতাস গ্যাসের নিরবিচ্ছিন্ন গ্যাস দেওয়াতে বিদ্যুৎ এর পাওয়ার প্লান্টগুলি ভালোভাবে চলছে। সকলে মিলে কাজ করার কারণে সারাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রতি আস্থার কারণে বর্তমানে বৈদেশিক বিভিন্ন দেশের বড় কোম্পানিগুলো বিনিয়োগ করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গাড়ার জন্য ধীরে ধীরে তা বাস্তবায়ন হচ্ছে। এই যে উন্নয়নের অংশিদার আপনারাও। আমরা তিতাস গ্যাসকে আধুনিক সংস্থায় রূপ দিতে চাই। এজন্য কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার কোন বিকল্প নেই। গ্রহকরা যেন সঠিকভাবে সেবা নিশ্চিত করতে হবে।

 

এমএসএম / এমএসএম

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ