দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের চলমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার করা প্রয়োজন। বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অষ্টম প বার্ষিকী পরিকল্পনায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষা জাতীয়করণের কথা আছে। জাতীয়করণ হয়ে গেলে মাধ্যমিক পর্যায় বিশৃঙ্খলা দূর হয়ে যাবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৯০ শতাংশ প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের দাবি দাওয়া যৌক্তিক।’ এসব দাবি খুব সামান্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো বাস্তবায়ন করতে হলে সংসদের মাধ্যমে পাস হয়ে আসতে হবে। এ জন্য সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে প্রস্তাব উপস্থাপনের জন্য পরামর্শ দেন তিনি।
সংগঠনের মহাসচিব মো. আব্দুল খালেক জানান, এমপিওভুক্ত শিক্ষকেরা ৯৭ ভাগ শিক্ষা দিয়ে থাকেন। অথচ এই শিক্ষক কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার। গুণগত মান উন্নয়ন করে বৈষম্য দূর করতে হবে। তা না হলে মানসম্পন্ন শিক্ষকগণ শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। এজন্য এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল হাসান সেলিম জানান, ‘বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের যে পরিমাণ বেতন ও বাড়ি ভাড়া বাবদ যে অর্থ দেওয়া হয়, সেই অর্থ দিয়ে চলা সম্ভব নয়। শিক্ষকদের বদলিরও কোনো ব্যবস্থা নেই। এমতবস্থায় উন্নয়নের জন্য সরকার কার্যকর ব্যবস্থা নিলে দেশের ক্ষতি হবে না বা দেউলিয়া হয়ে যাবে না। বরং দেশের চলমান শিক্ষাব্যবস্থার উন্নত হবে।’
অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
ডেঙ্গুতে একদিনে ঝরলো ১০ প্রাণ
নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর
পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল
ঢাকায় পেঁয়াজের দাম আরও বেড়ে ১২০ টাকা
পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন শিক্ষকরা
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
ইসির নিবন্ধন পাচ্ছে তিন দল : ইসি সচিব
রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
জোটেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
অপেক্ষা করেও রাজনৈতিক মতামত না পেলে নিজের মতো পদক্ষেপ নেবে সরকার