দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের চলমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার করা প্রয়োজন। বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অষ্টম প বার্ষিকী পরিকল্পনায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষা জাতীয়করণের কথা আছে। জাতীয়করণ হয়ে গেলে মাধ্যমিক পর্যায় বিশৃঙ্খলা দূর হয়ে যাবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৯০ শতাংশ প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের দাবি দাওয়া যৌক্তিক।’ এসব দাবি খুব সামান্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো বাস্তবায়ন করতে হলে সংসদের মাধ্যমে পাস হয়ে আসতে হবে। এ জন্য সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে প্রস্তাব উপস্থাপনের জন্য পরামর্শ দেন তিনি।
সংগঠনের মহাসচিব মো. আব্দুল খালেক জানান, এমপিওভুক্ত শিক্ষকেরা ৯৭ ভাগ শিক্ষা দিয়ে থাকেন। অথচ এই শিক্ষক কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার। গুণগত মান উন্নয়ন করে বৈষম্য দূর করতে হবে। তা না হলে মানসম্পন্ন শিক্ষকগণ শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। এজন্য এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল হাসান সেলিম জানান, ‘বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের যে পরিমাণ বেতন ও বাড়ি ভাড়া বাবদ যে অর্থ দেওয়া হয়, সেই অর্থ দিয়ে চলা সম্ভব নয়। শিক্ষকদের বদলিরও কোনো ব্যবস্থা নেই। এমতবস্থায় উন্নয়নের জন্য সরকার কার্যকর ব্যবস্থা নিলে দেশের ক্ষতি হবে না বা দেউলিয়া হয়ে যাবে না। বরং দেশের চলমান শিক্ষাব্যবস্থার উন্নত হবে।’
অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি

ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে থাকবে সেনাবাহিনী

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম, জানালেন আইজি প্রিজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন আজ

সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মানুষের কাজে আসবে না : রাশেদা কে চৌধুরী

৭ জেলায় নতুন পুলিশ সুপার

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

সরকারের হাজার প্রকল্প থাকলেও ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১২
