ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন 


আব্দুর রব সুজন photo আব্দুর রব সুজন
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ৪:৪০

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, দেশের চলমান শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার করা প্রয়োজন। বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অষ্টম প বার্ষিকী পরিকল্পনায় মাধ্যমিক পর্যন্ত শিক্ষা জাতীয়করণের কথা আছে। জাতীয়করণ হয়ে গেলে মাধ্যমিক পর্যায় বিশৃঙ্খলা দূর হয়ে যাবে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘৯০ শতাংশ প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষা জাতীয়করণসহ শিক্ষকদের দাবি দাওয়া যৌক্তিক।’ এসব দাবি খুব সামান্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এগুলো বাস্তবায়ন করতে হলে সংসদের মাধ্যমে পাস হয়ে আসতে হবে। এ জন্য সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে প্রস্তাব উপস্থাপনের জন্য পরামর্শ দেন তিনি। 

সংগঠনের মহাসচিব মো. আব্দুল খালেক জানান, এমপিওভুক্ত শিক্ষকেরা ৯৭ ভাগ শিক্ষা দিয়ে থাকেন। অথচ এই শিক্ষক কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার। গুণগত মান উন্নয়ন করে বৈষম্য দূর করতে হবে। তা না হলে মানসম্পন্ন শিক্ষকগণ শিক্ষকতা পেশায় আসতে চাইবেন না। এজন্য এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা এখন সময়ের দাবি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল হাসান সেলিম জানান, ‘বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের যে পরিমাণ বেতন ও বাড়ি ভাড়া বাবদ যে অর্থ দেওয়া হয়, সেই অর্থ দিয়ে চলা সম্ভব নয়। শিক্ষকদের বদলিরও কোনো ব্যবস্থা নেই। এমতবস্থায় উন্নয়নের জন্য সরকার কার্যকর ব্যবস্থা নিলে দেশের ক্ষতি হবে না বা দেউলিয়া হয়ে যাবে না। বরং দেশের চলমান শিক্ষাব্যবস্থার উন্নত হবে।’ 

অনুষ্ঠানে সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা

ঘোষণাপত্র পাঠ শেষে নেতাদের সঙ্গে বুক মেলালেন প্রধান উপদেষ্টা

বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউয়ে জনতার ঢল

সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের ভাষণ আজ: জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার সম্ভাবনা

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার খরচ বাড়লো

বিকেলে রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত লাশ উত্তোলন শুরু

নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

রোববার শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র : প্রেস উইং

আগুনের ঝুঁকিতে সুন্দরবন স্কয়ার মার্কেট, আগেই জানিয়েছিল ফায়ার সার্ভিস