ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৩:৫৬

নিজেদের মাটিতে নিউজিল্যান্ড সবসময়ই কঠিনতম প্রতিপক্ষ। কোনো দলই তাদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু আজ ত্রিদেশীয় সিরিজের মঞ্চে সেই নিউজিল্যান্ডকে যেন খুঁজে পাওয়া গেল না। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা যেমন খাবি খেয়েছে, তেমনই বল হাতে কিউইরা সুবিধা করতে পারেনি। ফলাফল ৬ উইকেটের পরাজয়। এই নিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাকিস্তান।

রান তাড়ায় নেমে ৩৬ রানের ওপেনিং জুটি পায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান (৪) আজ আর ইনিংস লম্বা করতে পারেননি। তবে একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক বাবর আজম। ৩৩ বলে তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে শাদাব খানের সঙ্গে তার ৪২ বলে ৬১ রানের জুটিতে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। ২২ বলে ৩৪ করা শাদাবকে টিম সাউদির তালুবন্দি করেন টিকনার। এর আগে টিকনারের শিকার হন তিনে নেমে 'ডাকা' মারা শান মাসুদ।

জয় থেকে ২৪ রান আগে ট্রেন্ট বোল্ডের বলে কিপার গ্লাভসে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজ (১৬)।   এতে অবশ্য পাকিস্তানের জয়ে সমস্যা হয়নি। ৫৩ বলে ১১ চারে ৭৯* রানে অপরাজিত থাকেন বাবর আজম। শেষদিকে ২ বলে ১০* রান করে জয় ত্বরান্বিত করেন হায়দার আলী। ৮ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় পাকিস্তান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪৭ রান তোলে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ঝড়ো শুরু করলেও ১৩ রানেই থেমে যান। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৬১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। ৩৫ বলে ৩৬ রান করা কনওয়েকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোহাম্মদ নওয়াজ। ১৩তম ওভারে উইলিয়ামসন ৩০ বলে ৩১ রানে ফিরলে ৮৮ রানে ৩ উইকেট হারায় কিউইরা। এরপর গ্লেন ফিলিপস আর মার্ক চাপম্যান ২৫ বলে ৪২ রানের জুটি গড়ে রানের চাকা ঘোরান।

১৭ বলে ১৮ রান করা চাপম্যানকে ফেরান শাহনেওয়াজ দাহানি। ১৯তম ওভারে তিন শিকার ধরেন পেসার হারিস রউফ। বোল্ড হয়ে যান জেমস নিশাম (৫) এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন ব্রেসওয়েল (০)। শেষ বলে ক্যাচ দিয়ে ফিরেন ১৬ বলে ৩২ করা চাপম্যান। শেষ ওভারে ইশ সোধি (২) আউট হলে কিউইদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৪৭ রান। ২৮ রানে তিন উইকেট নিয়েছেন রউফ। ২টি করে নিয়েছেন ওয়াসিম এবং নওয়াজ।

প্রীতি / প্রীতি

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি