ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বুবলী বললেন ‘বিব্রত করবেন না’ 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ বিকাল ৬:৪

হঠাৎ সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে এনে শবনম বুবলী সর্বত্র আলোচিত হচ্ছেন। শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে জানানোর পর সংবাদমাধ্যম এড়িয়ে চলছেন এই তারকা।

বিষয়টি নিয়ে শাকিব একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেও বুবলী মুখে কুলুপ এঁটেছেন। দুজনকে সংবাদকর্মীরা না পেলেও তারা নতুন সিনেমার ঘোষণা দিয়ে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। 

বুবলী জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমা নিয়ে। তার মন্তব্য পেতে সংবাদকর্মীরা ভিড় করছেন শুটিং সেটে। এর আগে শাকিব-বুবলী দুজনের বাড়ির সামনে গেলেও দেখা দেননি তারা। 

এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে বুবলী বলেন, আমি কাজ নিয়ে ব্যস্ত। আপাতত কাজেই মন দিতে চাই। যা বলার তা তো আপনারা জেনেছেনই- আর কি বলব! আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছে, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে! 

আমার যা বলার আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। 

প্রীতি / প্রীতি