প্রেমিকের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে গেলেন উর্বশী
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর এ দলে রয়েছেন ক্রিকেটার ঋষভ পন্ত। এবার অস্ট্রেলিয়া উড়ে গেলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অনেক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ঋষভের সঙ্গে সম্পর্কে রয়েছেন উর্বশী। এই সম্পর্কের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিলেন এই নায়িকা নিজেই।
রোববার (৯ অক্টোবর) ভোরের একটি ফ্লাইটে উড়াল দেন উর্বশী। প্লেনে তোলা দু’টি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন—‘ভালোবাসার পিছু নিয়েছি, আর সেই ভালোবাসাই আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাচ্ছে।’ মূলত, তারপরই জোর আলোচনা চলছে, প্রেমিকের জন্য অস্ট্রেলিয়া পাড়ি দিলেন এই নায়িকা।
কিছুদিন আগে ঠান্ডা লড়াই হয়েছে উর্বশী-ঋষভের। কেউ কারো নাম না নিয়ে পরস্পরকে কটাক্ষ করতেও ছাড়েননি। উর্বশীকে ‘মিথ্যাবাদী’ বলেও মন্তব্য করেন ঋষভ। এর পাল্টা জবাবও দেন উর্বশী। ‘ছোট ভাইয়া’ বলেও ভারতের এই উইকেট কিপারকে কটাক্ষ করেন উর্বশী। যদিও পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্ষমা চান বলিউডের এই অভিনেত্রী।
২০১৫ সালে ‘মিস ডিভা ইউনিভার্স’ খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর ‘মিস ইউনিভার্স’ আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।
প্রীতি / প্রীতি
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা