নীল ছোবলে ৯৯-তেই কাটা পড়ল প্রোটিয়ারা
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ হিসেবে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত খেলে সিরিজটি ১-১ সমতায় আনতে পারলেও শিরোপা নির্ধারণী ম্যাচেই নীল ছোবলে ভেঙে পড়েছে দলটির ব্যাটিং অর্ডার।
দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে থামিয়ে দিয়েছে ভারত। যা ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর! এর আগে স্বাগতিকদের বিপক্ষে দলটির সর্বনিম্ন স্কোর ছিল ১১৭। সেই ১৯৯৯ সালে ওই রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। ২৩ বছর পর রেকর্ডটি নতুন করে লেখালো টেম্বা বাভুমার দল।
দিল্লিতে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ২৭ ওভার ১ বল খেলতে পারে প্রোটিয়ারা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথিরা।
এদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ৩ জন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়া ওপেনার জানেমান মালান ১৫ এবং মার্কো জানসেন করেন ১৪ রান।
আগের দুই ম্যাচের তুলনায় এদিন দুর্দান্ত বোলিং করেন ভারতীয় বোলাররা। এরমধ্যে কুলদীপ যাদব ৪ ওভার ১ বল করেই ৪ উইকেট তুলে নেন। খরচ করেন মাত্র ১৮ রান। অপর দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদও ২টি করে উইকেট শিকার করেন। এছাড়াও ঝুলিতে ২টি উইকেট পুরে নেন পেসার মোহাম্মদ সিরাজ।
প্রীতি / প্রীতি
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট