ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ডি মারিয়াকে বিশ্বকাপে পাবে আর্জেন্টিনা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১:১৮

গত রাতটা আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটা বড় শঙ্কাই বয়ে নিয়ে এসেছিল। চোটের কারণে পাওলো দিবালার বিশ্বকাপ খেলা নিয়ে আছে শঙ্কা। লিওনেল মেসিও চোটের কারণে খেলেননি কাল রাতে পিএসজির ম্যাচে, যদিও ক্রিস্তোফ গালতিয়ের তাকে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন আগে; ফলে তাকে নিয়ে শঙ্কাটা কমই ছিল। তার চেয়ে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল গত রাতে আনহেল ডি মারিয়ার চোট। যেভাবে মাঠ ছেড়েছেন তিনি, তাতে তাকে বিশ্বকাপে না পাওয়ার প্রমাদও গুণে ফেলেছিলেন অনেকে আর্জেন্টিনা সমর্থকই। 

জুভেন্তাসের হয়ে গত রাতে মাকাবি হাইফার বিপক্ষে মাঠে নেমেছিলেন ডি মারিয়া। তবে ম্যাচের ২২ মিনিট না গড়াতেই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তার দল জুভেন্তাসও ইসরায়েলের মাঠ থেকে ২-০ গোলে হেরে পড়ে গেছে ইউরোপায় খেলার শঙ্কায়।

তবে তার চেয়েও বড় শঙ্কাটা দাঁড়িয়েছিল আর্জেন্টিনার সামনে। যার গোলে কোপা আমেরিকা আর ফিনালিসিমার শিরোপা জিতেছে দল, সেই আনহেল ডি মারিয়া যে বিশ্বকাপের ঠিক ৪০ দিন আগে মাঠ ছাড়ছিলেন চোট নিয়ে! চোটের ধরনটা নিয়েই যা শঙ্কা ছিল। মাঠ ছাড়ার সময় ডি মারিয়ার দেহভাষ্য ইঙ্গিত দিচ্ছিল হ্যামস্ট্রিংয়ে চোটের।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে সাধারণত ১ মাসেরও বেশি সময় চাই, সেটা হলে বিশ্বকাপ দলে থাকা নিয়েই তো সমস্যা সৃষ্টি হওয়ার কথা তার! আর সেটা হলে যে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনাটাও নেমে আসে অর্ধেকে, তা বলাই বাহুল্য।

তবে তেমন কিছুর শঙ্কা নেই আর্জেন্টিনার। এমন অভয়বাণীই দিলেন আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল। জানালেন, ডি মারিয়ার চোটটা খুব বড় নয়। ২০ দিনের মধ্যেই সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন তিনি।

যদিও জুভেন্তাস কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। আজ বুধবার আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যাবে ক্লাবটির পক্ষ থেকে।

এমএসএম / প্রীতি

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট