ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ চাইছেন ব্যবসায়ীরা


ফয়েজ রেজা  photo ফয়েজ রেজা
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১:৩৬

শিল্প কারখানায় দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য অর্থনৈতিক সহযোগিতা করার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে কম। ফলে স্বল্পমেয়াদি উদ্যোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। স্বল্পমেয়াদি বিনিয়োগে ব্যবসায়ীরা খেলাপি ঋণের দায়ে পড়ছেন। এর সুবিধা উপভোগ করছে ব্যাংকগুলো। ব্যবসায়ীরা যাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারেন এবং বিনিয়োগের সুবিধা উপভোগ করতে পারেন সেজন্য বড় আকারের বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে চান। এর সুবিধা নিশ্চিত করার জন্য গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বন্ড মার্কেট : দ্য আল্টিমেট সলিউশন ফর লং টার্ম ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনার। 

সেমিনারে স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, স্বাধীনতার পর গর্ব করার মতো অর্জন হয়েছে বাংলাদেশের। এ অগ্রগতির পেছনে অবদান আছে ব্যবসায়ীদের। আমরা এখন যে বড় অর্থনীতির দেশ হওয়ার কথা বলছি, তা বাস্তবায়নের জন্য বড় বিনিয়োগ দরকার। শিল্প কারখানা পরিচালনার জন্য যে মূল উপাদান কাঁচামাল, তা আমাদের দেশে এখনো সম্পূর্ণরূপে আমদানিনির্ভর। ব্যবসার প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ না হলে অর্থনীতিতে বড় অর্জন সম্ভব নয়। বাংলাদেশের উৎপাদনের যে চাহিদা আছে, সবগুলো ব্যাংক যদি একসঙ্গে সাপোর্ট দিতে চায়, তাহলেও এই চাহিদা পূরণ করা সম্ভব নয়। কেমিক্যাল কারখানা স্থাপন করার জন্য যেসব কাঁচামাল দরকার, তা উৎপাদন ও কারখানা স্থাপনের জন্য যে আর্থিক সহযোগিতা প্রয়োজন, তার জোগান দিতে হবে। পৃথিবীর সব দেশে বন্ড মার্কেটে বিনিয়োগ বেশি, বাংলাদেশে কম। এ বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান। তিনি বলেন, ৩৮ বছর লেগেছিল আমাদের ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে। এর পরের ১২ বছরে আমাদের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৪৫০ বিলিয়ন ডলারে। পৃথিবীর প্রখ্যাত অর্থনীতিবিদরা বলছেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। এর জন্য আমাদের বন্ড মার্কেটে যেতে হবে।

তিনি বলেন, সরকার দেশের সকল বড় প্রকল্পের ব্যয় বন্ড মার্কেট থেকে সংগ্রহ করতে পারে। আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে বারবার ফেরত দিতে না পেরে বিপাকে পড়েন।  থাইল্যান্ড আমাদের মতো দেশ হওয়ার পরও তারা বন্ড মার্কেটে আমাদের চেয়ে ভালো। আামাদের দেশে বন্ড ইস্যু করতে ৬ মাস সময় লাগে।

পরিসখ্যানে তিনি দেখিয়েছেন, বন্ড মার্কেটে জিডিপির অনুপাতে বাংলাদেশ অনেক নিচে। জাপানে মূল জিডিপির ২৪১ শতাংশ বন্ড মার্কেটের বিনিয়োগ, মালয়েশিয়ায় ১৬৯ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ১৫১ শতাংশ, সিঙ্গাপুরে ১১৫ শতাংশ, চীনে ১০৫ শতাংশ, হংকংয়ে ৯১ শতাংশ, থাইল্যান্ডে ৯০ শতাংশ, ফিলিপাইনে ৫২ শতাংশ, ভারতে ৪৯ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৩০ শতাংশ, ভিয়েতনামে  ২৬ শতাংশ আর বাংলাদেশে মাত্র ৮ শতাংশ।  

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শুধুমাত্র ট্যুরিস্ট সেক্টরে ব্যবসা করতে না পেরে থাইল্যান্ডসহ বিপাকে পড়েছে অনেক দেশ। করোনাকালীন বহু দেশ অর্থনীতির সকল বিভাগে সংকটে পড়েছে। বাংলাদেশ আগে থেকে উদ্যোগ নিয়ে কারখানায় উৎপাদন সচল রাখার কারণে এখনো সুবিধাজনক অবস্থানে আছে। এই সংকটের সময়ও পুঁজিবাজারে পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। অন্যান্য বন্ডের লেনদেন শুরু হলে এর জনপ্রিয়তা বাড়বে। দেশের অর্থনীতি সচল রাখার জন্য ব্যবসায়ীদের লাভ করতে দিতে হবে। ব্যবসায়ীরা যদি ব্যবসায় লাভ করতে না পারেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে সবাই। তাতে দেশের অর্থনীতির অগ্রগতি হবে না।

তিনি জানান, বাংলাদেশে বর্তমানে অর্ধেকের বেশি মানুষ কর্মক্ষম। কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকারের একার পক্ষে এটি করা সম্ভব নয়। সেজন্য ব্যবসায়ীদের সুযোগ দিতে হবে। ব্যবসায়ীদের বিকল্প বিভিন্ন উৎস খুঁজতে হবে। উৎপাদন খরচ কমাতে হবে। কারখানা পরিচালনার ব্যয় কমাতে হবে। আমরা এখন আর স্বল্পমেয়াদি বিনিয়োগের দেশ নই। দক্ষ নেতৃত্বের কারণে আমাদের দেশে উৎপাদন কার্যক্রম বেড়েছে। উৎপাদন সক্ষমতা বেড়েছে। গত ৫০ বছরে আমরা যেসব ভুল করেছি, এখনো আমরা যেদি সে ভুলগুলো করি, তাহলে ব্যবসায় বিপর্যয় আসবে। সব সময় মানুষ ব্যবসায় ভালো করতে পারে না। ব্যবসায়ী সংগঠনের নেতাদের এসব বিষয় নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি দেশের বাজারে পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। অন্যান্য বন্ডের লেনদেন শুরু হলে এর জনপ্রিয়তা বাড়বে। ভবিষ্যতে নারী উদ্যোক্তাদের জন্য অরেঞ্জ বন্ড, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কিংক বন্ড চালুর পরিকল্পনা আছে, যার সুফল পাবেন দেশের স্টার্টআপ ও ছোট উদ্যোক্তারা।

সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার শুধুমাত্র ইক্যুইটি মার্কেটনির্ভর ছিল। কোনো বন্ড মার্কেট ছিল না। যে কোনো দেশের পুঁজিবাজার শক্তিশালী হতে হলে দুটি মার্কেট থাকা অনস্বীকার্য। বাংলাদেশেও বন্ড জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে দেশে বন্ড মার্কেট জনপ্রিয় করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও বন্ডের দাম নির্ধারণ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।

এ সময় উপদেষ্টা সালমান এফ রহমান জানান, দেশে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে সরকারি সংস্থাগুলোর নিয়ন্ত্রণমূলক কার্যক্রম ও সেবাকে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে। 
 
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) এমডি ও সিইও শুভ্র কান্তি চৌধুরী এফসিএ বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য বিশ্বের সব দেশেই বন্ড জনপ্রিয়। কিন্তু বাংলাদেশে বন্ডের সেকেন্ডারি মার্কেট না থাকায় জনপ্রিয় হচ্ছে না। তবে মঙ্গলবার থেকে পুঁজিবাজারে বন্ডের লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রিচার্ড ডি রোজারিও বলেন, পুঁজিবাজারে লেনদেনে আসা বন্ডে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।  নিয়ন্ত্রক সংস্থাগুলোর নিয়ম-কানুন আরো সহজ করার তাগিদ দেন তিনি।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদে অর্থায়নের জন্য ১০ বছরের অধিক মেয়াদি বন্ড জনপ্রিয় করতে হবে। কর্পোরেট বন্ডে করছাড়সহ নীতি সহায়তা দেয়ার আহ্বান জানান তিনি। 

বন্ডের লেনদেনের চার্জ ও ডিপোজিটরি চার্জ প্রথম দিকে যতটা পারা যায় সহনীয় করার পরামর্শ দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার ডিরেক্টর শাকিল রিজভি।

এমএসএম / জামান

‘সবজিই যদি এত দামে কিনে খেতে হয় তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে’

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ: বাণিজ্য সচিব

বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার : বাণিজ্য সচিব

মাথায় হাত বুলিয়ে, ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

বাজারে সবজির দাম নাগালের বাইরে, বৃষ্টি হলে আরও বাড়তে পারে দাম

৬০ থেকে ৮০ টাকার ঘরে সব সবজি

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

‘৪০ বছরের ব্যবসা জীবনে এমন সংকট আর আসেনি’

সবজি-পেঁয়াজ-মুরগির দাম বাড়তি, কমেছে ডিম-মরিচের

শামীম ওসমানের সাড়ে ৬ কোটি টাকার সম্পদ ও ৪৫০ কোটি টাকার সন্দেহভাজন লেনদেন

ঢাকা সফরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট

দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে : রিজভী