৯৩তম মিনিটের গোলে বিব্রতকর ড্র এড়ালো ম্যানইউ
ওল্ড ট্র্যাফোর্ডে খেলা। প্রতিপক্ষ ওমোনিয়া নিকোসিয়া। গত সপ্তাহে ৩-২ গোলে তাদের হারাতে ঘাম ছুটেছিল। ফিরতি লেগেও একই অবস্থা। ঘরের মাঠে বিব্রতকর ড্রয়ের দিকে যাচ্ছিল লড়াই। শেষ পর্যন্ত ৯৩তম মিনিটের গোলে ১-০ গোলে জিতলো ইউনাইটেড।
গত সপ্তাহে দুই বদলি খেলোয়াড়ের গোলে জয় এসেছিল। এবারও দলকে রক্ষা করলেন বদলি খেলোয়াড়। ৮১ মিনিটে নেমে স্কট ম্যাকটমিনে যোগ করা সময়ে করেন দলের মান বাঁচানো গোল।
ইউরোপা লিগে চার ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় স্থানে ম্যানইউ। তাদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। শেরিফ টিরাসপোল ৩ পয়েন্ট নিয়ে তিনে। আর এক পয়েন্ট পেলেই সোসিয়েদাদের সঙ্গে নকআউট নিশ্চিত করবে ম্যানচেস্টার ক্লাব।
বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখালেও প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্টের কারণে স্কোর ছিল শূন্য। এরিক টেন হ্যাগের ইউনাইটেডকে শুরুতেই রুখে দেন ওমোনিয়া কিপার ফ্রাঙ্কিস উজোহো। একা তাকে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি র্যাশফোর্ড। কাসেমিরোর রকেট গতির শট ৩২তম মিনিটে ক্রসবারে আঘাত করে। ফ্রেডের হেড ভালো পজিশন থেকেও লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধেও একই অবস্থা, তাতে ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি থেকে ছুটতে থাকে দুয়ো। শেষ পর্যন্ত ম্যাকটমিনের যোগ করা সময়ের গোলে ম্যানইউয়ে স্বস্তি স্বস্তি ফেরে।
টেন হ্যাগ বলেছেন, ‘আমি খুব খুশি (ফলাফল নিয়ে)। এটা দলের ও স্কোয়ার্ডের মনোবলের প্রমাণ দেয়। এই দল শুধু ১১ জনের নয়। বদলি খেলোয়াড়ও মাঝেমধ্যে ছাপ রাখতে পারে যখন তারা সঠিক দৃষ্টিভঙ্গি ও মনোযোগ নিয়ে খেলে।’
প্রীতি / প্রীতি
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা