ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

গল্পের পাশাপাশি প্রচারণাও সিনেমার সফলতার অন্যতম পূর্বশর্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ২:১০

ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত, নির্মাতা রায়হান রাফির পরিচালনায় ‘দামাল’ আসছে ২৮ অক্টোবর সিনেমা হলে। সেই কোরবানির ঈদে মুক্তি পেয়ে এখনো সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে 'পরাণ'। তাই নির্মাতা রায়হান রাফির ওপর দর্শকের 'ভরসা' থাকাটাই স্বাভাবিক। 'পোড়ামন ১', 'পোড়ামন ২', 'দহন'-এর পর হল মাতাচ্ছে 'পরাণ'৷  শীঘ্রই আসছে 'দামাল'। 

তবে শুধু কনটেন্ট না, এখন প্রচারণাও সিনেমার সফলতার অন্যতম পূর্বশর্ত। তাইতো ফুটবলের সিনেমায় ফুটবল দিয়েই চলছে প্রচারণা। ৭১'র প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় নির্মিত বলে 'দামাল' টিম তাদের গান, ট্রেলার ও সশরীর প্রচারণায় অনুসঙ্গ হিসাবে জুড়ে দিচ্ছে ফুটবলকেই। 

আসছে ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবার দিন। গত ৮ অক্টোবর ছিল দেশের সবচেয়ে বৃহৎ প্রেক্ষাগৃহ প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের জন্মদিন। সেখানেও 'দামাল' টিম হাজির হয় ফুটবল হাতে । পরিচালক রায়হান রাফি, অভিনয় শিল্পী বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ , রিপন নাথসহ সিনেমার কলাকুশলী অনেকেই 'নির্বাচনী' ঢংয়ের স্লোগানে জানান দেন সিনেমার আগমনের কথা। চরকি এওয়ার্ড অনুষ্ঠানেও ছিল ফুটবল নিয়ে 'দামাল' টিমের সরব উপস্থিতি। আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী, জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার হাতেও তখন শোভা পাচ্ছিল ফুটবল। 

পরিচালক রায়হান রাফি বলেন, ‘দামাল’ নিয়ে আমি অনেক আশাবাদী। তবে অনেক ভালো সিনেমা বানিয়ে ফেলেছি, ব্যাপার টা এমন না। আমি বিশ্বাস করি যে সিনেমায় সবাই ঠিকমতো পরিশ্রম করে এবং সততার সঙ্গে নির্মাণ করে সে সিনেমা কখনো ফেল করে না। আমি গত চার বছর ধরে এই সিনেমা আস্তে আস্তে তৈরি করেছি যেন দর্শকরা একটুর জন্যও মনে না করে যে আরেকটু ভালো হতেও পারত। আমি আমার জায়গা থেকে ১০০ ভাগ দেয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, এটি এমন একটি সিনেমা যেটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বে দেখানো যাবে। যে সিনেমা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে।''
সিনেমার চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা বলেন-"দামাল আপনাদের হাসাবে, কাঁদাবে, রাগাবে, ভাসাবে আনন্দে; সেই সাথে যোগাবে ভাবনার খোঁড়াক। এই জেনারেশনের অনেকেই ফুটবলে আমাদের হারানো ঐতিহ্য ও গৌরবের গল্পগুলো জানে না! আমরা আশা করি "দামাল" এর হাত ধরে ফুটবলে নতুন করে জোয়ার আসবে, ফিরে আসবে হারানো গৌরবের দিন।

'দামাল' সিনেমায় মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় দুর্জয় ও মুন্না চরিত্রে প্রথমবারের মতো বড় পর্দায় একসাথে দেখা যাবে হালের ২ জন জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও শরিফুল রাজকে।  'দামাল' সিনেমার চিত্রগ্রাহক সুমন সরকার বলেন-"দামাল শুধু একটি চলচ্চিত্রই নয় বরং একটি বিপ্লবেও রূপ নিতে চায়, যে বিপ্লবের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানের কথা, জানতে পারবে নারী ফুটবলের জাগরণের কথা, জানতে পারবে বাংলা চলচ্চিত্রের জয়গানের কথা"। 

এমএসএম / জামান