নতুন ৪টি সিনেমা নির্মানের ঘোষনা দিয়েছে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান
গত ৮ অক্টোবর পথচলার ১৮ বছর পূর্ণ করছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে দর্শকদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন তারা ।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত সম্ভার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। চট্টগ্রাম এবং বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। ঢাকার উত্তরা, কুমিল্লাসহ পর্যায়ক্রমে সারা দেশব্যাপী আরও সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে । সেদিন ছিলো অভিনেতা, নির্মাতা, প্রোজেজকদের মিলন মেলা।
জমকালো এই আয়োজনের এক পর্যায় দেখা যায় ফুটবল হাতে উপস্থিত ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত "দামাল" সিনেমার পুরো টিমকে। ঢাকাই সিনেমা আবার ফিরে এসেছে। একের পর এক মুক্তি পাচ্ছে সুন্দর সুন্দর সিনেমা আবার হলমুখী হচ্ছে মানুষ। বাংলা সিনেমার চলমান এই হাওয়া ধরে রাখতে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স নতুন ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে।
স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান বলেন- আমরা চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মানের সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যে স্ক্রিপ্ট এর কাজ চলছে। স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তিতে শনিবার (৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এসকে টাওয়ার শাখায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান এ ঘোষণা দেন। তিনি আরো বলেন "আসছে বছর অন্তত তিনটি সিনেমা আপনাদের উপহার দিতে পারবো। কারন, বাংলা সিনেমার এ হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে। চলচ্চিত্রে এখন সুবাতাস বইছে। ঠিক ঘুরে দাঁড়ানোর সময় মহামারির কবলে পড়তে হয় আমাদের। হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি।"বাংলার সিনেমাকে নতুন এক রূপ দেওয়ার জন্য বাংলার মানুষ আবার সিনেমা প্রেমী হবে, দর্শকে দর্শকে ভরে যাবে প্রতিটা সিনেমা হল।
এমএসএম / এমএসএম
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা