ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বড় মঞ্চে সাকিবের ছোট আক্ষেপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-১০-২০২২ দুপুর ১২:২৪

প্রশ্নকর্তা কে জানার উপায় নেই। তবে প্রশ্নটা করে তিনি নিজেও অবাক, ‘আমার আসলে জানা ছিল না আপনি অস্ট্রেলিয়াতে কখনো টি-টোয়েন্টি খেলেননি!’ সাকিব আল হাসানের ঝটপট উত্তর, ‘হ‌্যাঁ, আমি ১৫ বছর ধরে খেলছি।’

সাকিবের মুখে এক চিলতে হাসি। সেই হাসিতে জড়িয়ে আছে আক্ষেপ, অনুরাগ, অভিমানসহ কতো কি! ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি দলের সদস‌্য সাকিব। এখন ২০২২। ষোলো বছরের লম্বা সময়ে সাকিবের সুযোগ হয়নি জাতীয় দলের জার্সিতে অস্ট্রেলিয়ার মাটিতে একটি টি-টোয়েন্টি খেলার। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ ব‌্যাশে এক মৌসুম খেলেছেন। কিন্তু দেশের জার্সি পরে মাঠে নামার আনন্দ কি আর অন‌্য কোথাও থাকে?

পাওয়া না পাওয়ার দুঃখের ভেলায় চড়ে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ উড়াল দিয়েছে অস্ট্রেলিয়াতে। মেলবোর্নে শনিবার ছিল বিশ্বকাপে অংশ নিতে আসা ষোলো দলের অধিনায়কদের সাক্ষাৎপর্ব। অফিসিয়াল ফটোশুট, সংবাদ সম্মেলন, হাসি, আড্ডায় কাটলো অধিনায়কদের একবেলা। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের জন্মদিনের কেকও কাটা হলো এমন বড় মঞ্চে।

সেই মঞ্চে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি নিয়ে। মাঠের খেলায় ফল নিজেদের পক্ষে নেই। নিউ জিল‌্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তান ও নিউ জিল‌্যান্ডের কাছে চার ম‌্যাচেই হেরেছে। তবে এই চার ম‌্যাচে নানা পরীক্ষা-নিরীক্ষা করে সেরা কম্বিনেশন পেয়েছে বলেই দাবি সাকিব এবং টিম ম‌্যানেজমেন্টের। তাতে ভরসা পাচ্ছেন অধিনায়ক।

‘আমি মনে করি আমরা উদ্দীপ্ত দল পেয়েছি। যারা অনেকেই নতুন। তাদের জন‌্য এটা ভালো অভিজ্ঞতা হবে। আমরা সকলে প্রথমবার অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি খেলতে এসেছি। আমিসহ। এজন‌্য আমাদের কাছে সব কিছুই নতুন।’ - বলেছেন সাকিব।

‘তবে আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ক্রাইস্টচার্চে আমরা দুইটি ভালো প্রতিপক্ষের বিপক্ষে চারটি ম‌্যাচ খেলেছি। অস্ট্রেলিয়াতে ভালো পারফর্ম করতে হলে আমাদের কি করতে হবে সে সম্পর্কে অবগত হয়েছি। আমি মনে করি আমরা ভালো করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’ - যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।

সাকিব যখন মেলবোর্নে। তখন ব্রিসবেনে পা রেখেছে বাংলাদেশ দল। ১৭ ও ১৯ অক্টোবর আইসিসি আয়োজিত দুইটি প্রস্ততি ম‌্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৪ অক্টোবর হোবার্টে নিজেদের প্রথম ম‌্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নেওয়ার আরও সুযোগ পাচ্ছে। 

প্রীতি / প্রীতি

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট