ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

পর্দায় ভিলেন, বাস্তবে তিনি হয়ে গেলেন নায়ক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১২:৪০

আহমেদ শরীফ। বাংলা চলচ্চিত্রের একসময়ের খুবই খারাপ লোক, ভিলেন। আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। কত মানুষকে খুন করেছেন, সম্পত্তি দখল করেছেন, নারী পাচার, মাদক পাচার, ধর্ষণ- এমন কোনো অপরাধ নেই যা তাকে করতে দেখা যায়নি। এসবই ছিল অভিনয়। পর্দার সেই ভিলেনই বাস্তবে হয়ে গেলেন নায়ক। নিজ এলাকায় নির্মাণ করলেন মসজিদ।

গত ১৪ অক্টোবর শুক্রবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে নিজ গ্রাম বানিয়াপাড়ায় নিজ উদ্যোগে নবনির্মিত জামে মসজিদটির শুভ উদ্বোধন করেন জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ। গত মার্চে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। নির্মাণ শেষে শুক্রবার জুমার নামজের প্রাক্কালে মসজিদের শুভ উদ্বোধন করেন আহমেদ শরীফ।

প্রবীণ এই অভিনেতা বহু বছর ধরে আমেরিকার বাসিন্দা। শুধুমাত্র মসজিদটি উদ্বোধনের জন্যই সম্প্রতি সেই দেশ থেকে উড়ে এসেছেন আহমেদ শরীফ। অভিনেতা বলেন, ‘শুক্রবার ছিল আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তায় ছিলাম একটা মসজিদ কী করে করব। আমার ধারণাই ছিল না আমি পারব। আল্লাহর রহমতে এবং সকলের দোয়ার কারণেই অবশেষে মসজিদটি করতে পেরেছি।’

আহমেদ শরীফ আরও বলেন, ‘মসজিদটির টানেই আমি সুদূর আমেরিকা থেকে চারবার দেশে এসেছি। ওখানে আমার ঘুম হয় না। আমি ঘুমাতে পারতাম না, যে আমার মসজিদের কী হলো? কখন পাবো। কবে আমার স্থানীয়রা নামাজ পড়বে, আমি দেখে যেতে পারব। সেই দিন অবশেষে এসেছে। আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা মসজিদটিতে নামাজ আদায় করছেন।’

আহমেদ শরীফের এই মহতী উদ্যোগে ভীষণ সন্তুষ্ট তার এলাকার মানুষ। রুপালি পর্দায় তার অভিনয় দেখে তাকে বারবার দর্শক ঘৃণা করলেও বাস্তব জীবনে মসজিদ বানানোর মতো একটি মহতী কাজ করে বানিয়াপড়া এলাকার মানুষের কাছে এখন নায়ক তিনি। মসজিদ উদ্বোধনের খবর প্রকাশ হওয়ার পর আহমেদ শরীফকে প্রশংসায় ভাসিয়েছেন সোশ্যাল মিডিয়ার মানুষেরাও।

প্রীতি / প্রীতি