ব্যালন ডি’অরে ভিনিসিয়াসের র্যাংকিং মানতে পারছেন না নেইমার
গত সোমবার রাতে প্যারিসের শাটালেট ডু থিয়েটারে আয়োজিত হয় এবারের ব্যালন ডি’অর প্রদানের অনুষ্ঠান। ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজক পুরষ্কারটা যে এবার করিম বেনজেমার হাতেই উঠছে, সেটা অনেকটা নিশ্চিত ছিল আগে থেকেই। কিন্তু গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়ে আসা ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন তালিকায় আট নম্বরে থাকাটা দৃষ্টিকটু লেগেছে অনেকেরই। সেই তালিকায় আছেন ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারও। মঙ্গলবার রাতে নিজের টুইটার একাউন্টে পোস্ট করে হতাশা প্রকাশ করেছেন পিএসজি স্ট্রাইকার।
নেইমারের মতে, এবারের ব্যালন ডি’অরটা বেনজেমারই পাওয়ার কথা ছিল। কিন্তু সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রের ৮ নম্বরে থাকাটা অসম্ভব লেগেছে তার। অন্তত প্রথম তিনজনের মধ্যে ভিনির জায়গা পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘পুরষ্কারটা বেনজেমারই পাওয়ার কথা ছিল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কীভাবে আট নম্বরে! এটা অসম্ভব। অন্তত প্রথম তিনজনের মধ্যে থাকার কথা ছিল ওর।’
প্যারিসের ব্যালন ডি’অর অনুষ্ঠানে বেনজেমা ছাড়াও পুরষ্কৃত হয়েছেন অনেকেই। ইউরোপের সেরা গোলদাতা হিসেবে এদিন বার্সেলোনার ফরোয়ার্ড রবার্ট লেভান্ডভস্কি জিতেছেন জার্ড মুলার ট্রফি। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া জিতেছেন সেরা গোলরক্ষকের লেভ ইয়াশিন ট্রফি। আর মেয়েদের ব্যালন ডি’অরটা টানা দ্বিতীয়বারের মতো নিজের করে নিয়েছেন অ্যালেক্সিয়া পুতেয়াস।
এমএসএম / এমএসএম
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা