সেঞ্চুরিয়ান পেরেরাকে ফেরালেন শরিফুল
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে লঙ্কানরা। লঙ্কানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রেখেছেন কুশল পেরেরা। তিনি ৯৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন। এই ইনিংস খেলার পথে একবার করে, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহর হাতে জীবন পেয়েছেন তিনি। অবশেষে এই লঙ্কান ওপেনারকে ব্যক্তিগত ১২০ রানে মিড অফে মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে আউট করেছেন শরিফুল ইসলাম।
এর আগে ব্যাটিংয়ে নেমে দুই লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা ও কুশাল পেরেরা দারুণ এক জুটি গড়ে লঙ্কানদের দারুণ শুরু এনে দেন। প্রথম ১০ ওভারের মধ্যে ৪ বোলারকে বোলিং করালেও কোনো উইকেটের পতন ঘটাতে পারেনি বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লে শেষে লঙ্কানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭৭ রান। ১২তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই উইকেট তুলে নিয়েছেন পেসার তাসকিন আহমেদ। উইকেটে জমে যাওয়া গুনাথিলাকাকে ইনসাইড এজে বোল্ড করেছেন। আর তাঁতেই প্রথম উইকেটের দেখা পেয়েছে টাইগাররা। একই ওভারে পাথুম নিশাঙ্কাকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশাল পেরেরা কুশাল মেন্ডিসকে নিয়ে দারুণ এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন। এর দুজনের জুটিও ভেঙেছেন তাসকিন। মেন্ডিসকে ব্যক্তিগত ২২ রানে মিড অফে তামিম ইকবালের ক্যাচ বানিয়েছেন এই পেসার।
এদিকে বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাইম শেখ। দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ায় এই ম্যাচে নেই মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর পরিবর্তে সেরা একাদশে তাসকিন আহমেদ। যদিও তিনি দ্বিতীয় ম্যাচে সাইফউদ্দিনের কনকাশন সাব হিসেবে মাঠে নেমে দারুণ বোলিং করেছিলেন।
এদিকে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন নিরোশান ডিকওয়েলা। এ ছাড়া তিনজন ক্রিকেটারের অভিষেক ঘটিয়েছে তারা। রমেশ মেন্ডিস চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দো। এই তিন জনকে দলে জায়গা দিতে একাদশের বাইরে রয়েছেন লাক্সান সান্দাকান, ইসুরু উদানা এবং দাসুন শানাকা।
জামান / জামান
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন
এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা
৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো
লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে
বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত
জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক
‘ছেলেদের আগে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ জিতবে’
এল ক্লাসিকোয় তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না বার্সেলোনা