অভিনেত্রী না হলে কী হতেন আলিয়া ভাট
বলিউডের এই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তিনি ক্যারিয়ারের এক দশক পূর্ণ করেছেন। ২০১২ সালের ১৯ অক্টোবর করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার’ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন মহেশ ভাট কন্যা।
ইন্ডাস্ট্রির সবাই জানেন, আলিয়াকে বলিউডে সুযোগ দিয়েছিলেন পরিচালক-প্রযোজক করণ জোহর। এই সুযোগ না পেলে আলিয়ার ভাগ্যের চাকা হয়তো এত দিনে অন্য পথে ঘুরত। কারণ মেয়ের জন্য বাবা মহেশ ভাট এবং মা সোনি রাজদান অন্য পরিকল্পনা করে রেখেছিলেন।
সম্প্রতি ইন্ডাস্ট্রিতে মেয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সেই পরিকল্পনার কথা জানিয়েছেন সোনি রাজদান। লিখেছেন, ‘তখন আলিয়া বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। আমরা স্বপ্নেও ভাবিনি ও সিনেমায় অভিনয় করতে চলেছে। শুরুতে আমরা ভেবেছিলাম ওকে আগে নাটক নিয়ে পড়াশোনা করতে বিদেশে পাঠানো হবে। তারপর ফিরে এসে না হয় কোথাও অভিনয়ের সুযোগ খুঁজবে।’
ওই পোস্টে সোনি এটাও জানান, করণ জোহর সুযোগ না দিলে আলিয়ার ক্যারিয়ার আজ অন্য পথে চালিত হতে পারত। সোনি লেখেন, ‘করণকে ধন্যবাদ আমাদের ছোট্ট আলিয়ার অডিশন নিয়ে তাকে সুযোগ দেওয়ার জন্য। তোমাকে যে আলিয়া নিজের মেন্টর, সেরা বন্ধু এবং অবশ্যই ওর একজন অভিভাবক হিসাবে পেয়েছে, তার জন্য আমি খুব খুশি।’
আলিয়া এখন সন্তানসম্ভবা। কাপুর ও ভাট পরিবারের মতোই সুখবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর অনুরাগীরা। রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। আন্তর্জাতিক ছবি ‘হার্ট অব স্টোন’-এর শুটিংও ইতোমধ্যে শেষ করেছেন আলিয়া। এখন অপেক্ষা মা হওয়ার।
প্রীতি / প্রীতি
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা