নাটকীয়তা শেষে জিতলো ভারত
বিরাট কোহলির বীরত্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তানের করা ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে জয় তুলে নেয় রোহিত বাহিনী। আর সেটা সম্ভব হয় বিরাট কোহলির বীরত্বে। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে তিনি শেষ পর্যন্ত ঠাণ্ডা মাথায় ব্যাট করেন। ৫৩ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন।
জিততে ১২ বলে ৩১ প্রয়োজন ভারতের :
জিততে শেষ ১২ বলে ৩১ রান প্রয়োজন ভারতের। ক্রিজে আছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটি ইতোমধ্যে ৯৯ রান তুলেছে। কোহলি ৬১ ও হার্দিক ৩৯ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ১২৯।
কোহলি-হার্দিকে ভারতের প্রতিরোধ :
৩১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া ভারতকে টানছেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। এই জুটি ইতোমধ্যে ৪০ বলে ৫২ রান তুলে ফেলেছে। তাতে ভারতের দলীয় সংগ্রহ ১৩ ওভার শেষে গিয়ে দাঁড়িয়েছে ৪ উইকেটে ৮২। কোহলি ২৮ ও হার্দিক ২৯ রানে ব্যাট করছেন। জিততে ৪২ বলে ৭৭ রান প্রয়োজন ভারতের।
পাওয়ার প্লে শেষ হতে না হতেই ৪ উইকেট নেই ভারতের :
পাওয়ার প্লে পার হতে না হতেই ৪ উইকেট হারিয়ে বসেছে ভারত। ৬.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩১ রান। শুরুতেই লোকেশ রাহুল ও রোহিত শর্মা ফিরেন। এরপর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে রউফের দ্বিতীয় শিকারে পরিণত হন মারকুটে ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ১০ বলে ২ চারে ১৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
এরপর সপ্তম ওভারের প্রথম বলেই রান আউটে কাটা পড়েন অক্ষর প্যাটেল। নতুন এই ব্যাটসম্যান ৩ বল খেলে ২ রান করে বিদায় নেন। ক্রিজে আছেন কোহলি ও হার্দিক পান্ডিয়া।
শুরুতেই রাহুল-রোহিত সাজঘরে
দ্বিতীয় ওভারেই সাফল্য পান নাসিম শাহ। বোল্ট করেন লোকেশ রাহুলকে। ১৪২ কিলোমিটার গতির বল তার প্যাড ছুয়ে স্ট্যাম্প এলেমেলো করে দেয়। এরপর চতুর্থ ওভারেই দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফেরান হারিস রউফ। রাহুল ও রোহিত ৪ রান করে ফেরেন। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭ রান। ক্রিজে আছেন কোহলি ও সূর্যকুমার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লকবাস্টার ম্যাচে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান। দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান তাড়াতাড়ি বিদায় নিলেও ইফতিখার আহমেদ ও শান মাসুদের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৫৯ রান করে তারা।
১৫ রানে ২ উইকেট হারানোর পর মাসুদ ও ইফতিখারের পঞ্চাশ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়েছিল পাকিস্তান। কিন্তু ৭৬ রানের এই জুটি ভাঙতে বিপদে পড়ে তারা। ইফতিখার ৫১ রানে বিদায় নেওয়ার আগে চার ছক্কা মেরে রানের গতি বাড়ান। তার আউটে পর হার্দিক পান্ডিয়ার জোড়া আঘাতে ২ উইকেটে ৯১ রান করা দলটি ৯৮ রানে হারায় ৫ উইকেট। শেষ দিকে মাসুদের সঙ্গে শাহীন শাহ আফ্রিদি রান বাড়ান।
১৯তম ওভারে দুটি চার মেরে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যান মাসুদ। ৪০ বলে ফিফটি করেও ফেলেন। এরপর আফ্রিদি ১৯তম ওভারে ছয়-চার মেরে ১৪ রান যোগ করেন স্কোরবোর্ডে।
শেষ ওভারের দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারকে ফিরতি ক্যাচ দেন আফ্রিদি, বিদায় নেন ৮ বলে ১৬ রান করে। নেমেই ছয় মারেন হারিস রউফ। শেষ ওভারে যোগ হয় আরও ১০ রান।
শেষ তিন ওভারে ৩৪ রান তোলে পাকিস্তান, হারায় এক উইকেট। তাতেই দেড়শ ছাড়ায় তাদের সংগ্রহ।
মাসুদের হাফ সেঞ্চুরি
ইনিংসের শুরুতেই বিরাট কোহলির থ্রো মিস হওয়ায় রান আউট থেকে বেঁচে যান শান মাসুদ। আরেকবার জীবন পান রবিচন্দ্রন অশ্বিনের হাতে, বল তালুবন্দি হওয়ার আগে মাটিতে লেগেছিল। সাদা চোখে সেটা বোঝা যায়নি। থার্ড আম্পায়ার তার পক্ষে রায় দেন।
দুইবার জীবন পাওয়া মাসুদ ৪০ বলে হাফ সেঞ্চুরির দেখা পান।
আর্শদীপের তৃতীয় উইকেট
হার্দিক পান্ডিয়ার সঙ্গে উইকেট নেওয়ার প্রতিযোগিতা ভালোই জমেছে আর্শদীপ সিংয়ের। বাঁহাতি পেসার দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে পেলেন তৃতীয় উইকেটের দেখা। ৩ বলে ২ রান করে আসিফ আলী তার শিকার হন দিনেশ কার্তিককে ক্যাচ দিয়ে। ১২০ রানে ৭ উইকেট নেই পাকিস্তানের। ১৭ ওভার শেষে ১২৫ রান তাদের।
দুই চার মেরে হার্দিকের শিকার নওয়াজ
ভারতের বিপক্ষে ১৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে দুটি চার মারেন মোহাম্মদ নওয়াজ। দ্বিতীয় বাউন্ডারি মারার পরের বলেই দিনেশ কার্তিককে ক্যাচ দেন তিনি। ১১৫ রানে ষষ্ঠ উইকেট হারালো পাকিস্তান।
পাকিস্তানের একশ
৭ রানে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান বিপদে পড়েছে। তাদের দলীয় স্কোর একশতে পৌঁছায় ১৫তম ওভারে। রবিচন্দ্রন অশ্বিনের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে যায় পাকিস্তান। ভারতের বিপক্ষে গ্রুপ-২ এর ম্যাচে ১৫ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তাদের।
হার্দিকের জোড়া আঘাত
ইফতিখার আহমেদ আউট হওয়ার পর নেমেছিলেন শাদাব খান। নিজের দ্বিতীয় বলেই মোহাম্মদ শামিকে বাউন্ডারি মারেন। আগ্রাসী মনোভাব ধরে রেখে হার্দিক পান্ডিয়াকেও বাউন্ডারি মারতে চেয়েছিলেন। কিন্তু অনেক উঁচুতে মারা শট সীমানা পার করতে পারেননি শাদাব। লং অনে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়ে বিদায় নেন মাত্র ৫ রানে।
একই ওভারের শেষ বলে হায়দার আলীও একই ভাবে বিদায় নেন সূর্যকুমারের হাতে বল দিয়ে। ১৪ ওভারে ৯৮ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের।
চার ছক্কা হাঁকিয়ে প্যাভিলিয়নে ইফতিখার
১০ ওভারে ৬০ রান তোলার পর ইফতিখার আহমেদ রানের গতি বাড়ান পরের দুই ওভারে ছক্কা মেরে। ১১তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের এক্সট্রা বাউন্সের বল লং অন দিয়ে উঁচু শটে ইনিংসের প্রথম ছয় মারেন। পরের ওভারে অক্ষর প্যাটেলকে তিন ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ফিফটির দেখা পান ইফতিখার। ১২তম ওভারে ২১ রান করে পাকিস্তান, ৮ বলে ২৮ রান! তবে পরের ওভারে মোহাম্মদ শামির কাছে এলবিডব্লিউ হন, ৩৪ বলে ২ চার ও ৪ ছয়ে ৫১ রানে আউট ইফতিখার। ১২.২ ওভারে ৯১ রানে ৬ উইকেট হারালো পাকিস্তান।
মাসুদ-ইফতিখারের জুটিতে পাকিস্তানের প্রতিরোধ
১৫ রানে ২ উইকেট যাওয়ার পর শান মাসুদ ও ইফতিখার আহমেদের জুটিতে প্রতিরোধ গড়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ১০ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান।
২৫ রানে থাকতে দ্বিতীয়বার জীবন পান মাসুদ। অষ্টম ওভারে মোহাম্মদ শামির তৃতীয় বল তার ব্যাট ছুঁয়ে ফাইন লেগে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ধরা পড়ে। তবে ক্যাচ হয়েছে কি না তা নিয়ে সংশয় ছিল। থার্ড আম্পায়ারের রায় যায় মাসুদের পক্ষে, বল মাটিতে লেগে অশ্বিনের তালুবন্দি হয়।
পাওয়ার প্লেতে ভারতের দাপট
প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার দেন মাত্র এক রান। আর্শদীপ সিং তার প্রথম দুই ওভার শুরু ও শেষ করেন একটি করে উইকেট নিয়ে। পাকিস্তানের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে প্যাভিলিয়নে পাঠান এই বাঁহাতি পেসার। ইফতিখার আহমেদ ও শান মাসুদ ক্রিজে থেকে পাওয়ার প্লে শেষে স্কোর নিয়ে যান মাত্র ৩২ এ।
বাবরের পর রিজওয়ানকেও প্যাভিলিয়নে পাঠালেন আর্শদীপ
পথের বড় দুটি কাঁটা সরিয়ে ফেললো ভারত। বাবর আজমের পর আর্শদীপ সিং ফেরালেন আরেক ওপেনারকে। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে তার বাউন্সে হুক করতে গিয়ে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের ক্যাচ হন মোহাম্মদ রিজওয়ান। ১২ বলে মাত্র ৪ রান করেন এই ওপেনার। ৪ ওভারে ১৫ রানে ২ উইকেট নেই পাকিস্তানের।
আর্শদীপের প্রথম বলেই বাবরের বিদায়
প্রথম বলেই বাজিমাত আর্শদীপ সিংয়ের। নতুন বল হাতে ভুবনেশ্বর কুমার প্রথম ওভারে দেন মাত্র ১ রান। বল হাতে নেন আর্শদীপ। ফুল, স্টেইট বল সোজা লাগে বাবর আজমের প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন আর্শদীপ, আম্পায়ার মারাইস এরাসমাস আঙুল তুলে দেন। রিভিউ নেন বাবর, কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে পারেননি পাকিস্তান অধিনায়ক। গোল্ডেন ডাক মেরে বিদায় নিলেন বাবর।
একই ওভারের পঞ্চম বলে শান মাসুদ সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হতে বসেছিলেন। মিড অফে বল পাঠিয়ে দৌড় দেন তিনি, বিরাট কোহলি বল লুফে নিয়ে একেবারে স্টাম্পের একটু দূর থেকে ছোড়েন। তখনও ক্রিজ থেকে পাকিস্তানি ব্যাটসম্যান বেশ দূরে, সৌভাগ্যবশত বল স্টাম্পে লাগেনি।
পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত
বৃষ্টি নিয়ে যে শঙ্কা ছিল, মেলবোর্নে সূর্য উঁকি দিয়ে তা দূরে করেছে। ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার বিশ্বকাপ ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে রোববার মুখোমুখি হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ২০ ওভারের ক্রিকেটে দুই দল মোট ১১ বার একে অন্যের বিপক্ষে লড়েছে। ভারত জিতেছে সাতবার, পাকিস্তান তিনবার। টাই হয়েছিল একবার, যা বোল আউটে জিতেছিল ভারতীয়রা।
শেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে তিনবার, বাকি দুটি পাকিস্তান। সবশেষ ম্যাচে দুবাইতে অনুষ্ঠিত এশিয়া কাপে রোহিত শর্মাদের বিপক্ষে ৫ উইকেটে জেতে বাবর আজমরা।
উত্তাপ ছড়ানো এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘দেখে ভালো পিচ লাগছে। কিছুটা ঘাস আছে। বল কিছুটা সুইং করতে পারে। আমরা এই সুযোগ নেওয়ার চেষ্টা করবো।’
মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে হার্শাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে। বাবর আজম তিন ফাস্ট বোলার ও দুজন স্পিনার নেওয়ার কথা জানান, বাকিরা ব্যাটসম্যান। প্রত্যাশিতভাবে দলে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।
প্রীতি / প্রীতি
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা