ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আফগানিস্তানের সামনে উড়ন্ত নিউ জিল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ১১:৫১

ফিন অ্যালেনের ভয়ডর ছাড়া ব্যাটিং, দেখেশুনে ডেভন কনওয়ের আগ্রাসন, শেষ দিকে জিমি নিশামের ছোটখাটো ঝড়; তারপর পাওয়ার প্লেতে মিচেল স্যান্টনারের আঁটসাঁট বোলিং এবং সময়মতো সিমারদের আঘাত- গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে নিউ জিল্যান্ডের আধিপত্য বিস্তার করে জেতা ম্যাচের উপকরণ ছিল এগুলো। এতটাই দাপট দেখিয়েছে যে নেট রান রেট +৪.৪৫০ এবং অস্ট্রেলিয়ার জন্য এটা ছিল বিরাট ধাক্কা।

টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ জিল্যান্ডকে নিয়ে বাজি ধরা লোক খুব বেশি ছিল না। কারণ ওই ম্যঅচের আগে নিউ জিল্যান্ড দেশটিতে অস্ট্রেলিয়াকে সবশেষ হারিয়েছে ২০১১ সালে একটি টেস্ট ম্যাচে, যেদিন হোবার্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ট্রেন্ট বোল্টের। আর এসজিতিতে শেষবার নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারায় ২০২২ সালে ব্রেন্ডন ম্যাককালামের ওয়ানডে অভিষেকের দিন।

নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে অ্যালেন ছিলেন আগুন। মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪২ রান করে আসেন। তার টি-টোয়েন্টি মন্ত্র সহজ- বল দেখো, জোরে মারো। এখন বলতেই হয়, আফগানিস্তান, সাবধান! বাংলাদেশ সময় বেলা ২টায় উড়ন্ত নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে আফগানরা।

নিউ জিল্যান্ডের লাইন আপে স্পিনারদের বিপক্ষে সেরা ব্যাটসম্যান কনওয়ে। রশিদ খান ও তার দলের বিরুদ্ধে বড় ভূমিকাই হয়তো রাখতে যাচ্ছেন তিনি। আরেকটি বিষয় উজ্জীবিত করছে নিউ জিল্যান্ডকে। গত বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচসেরা খেলোয়াড় অলরাউন্ডার ড্যারিল মিচেল ফিরছেন। আঙুলের চোট থেকে সেরে উঠে গত কয়েকদিন অনুশীলন করেছেন দলের সঙ্গে।

টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতির ছাপ রেখেছে আফগানিস্তানও। স্পিনত্রয়ী রশিদ, মুজিব উর রহমান ও নাভিন উল হকের সঙ্গে আছেন পেসার ফজলহক ফারুকি ও নাভিন উল হক। বিগ ব্যাশ লিগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিউ জিল্যান্ডের পরীক্ষা ভালোভাবে নেবেন তিন স্পিনার।

অবশ্য ব্যাটিং ও ক্যাচিংয়ে ঘাটতি দেখা গেছে আফগানিস্তানের। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ৮২ রান করা দলটি অলআউট হয় ১১২ রানে। রান আটকাতে গিয়ে অ্যালেক্স হেলসের ক্যাচ দুবার ফেলেছে তারা। উড়তে থাকা নিউ জিল্যান্ডের বিপক্ষেও একই ভুলগুলো করলে আরেকটি হারে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে চলে যাবে আফগানরা। 

প্রীতি / প্রীতি

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট