ভারতে ইনিংস ব্যবধানেই জিতল টাইগাররা
জয়ের ভিতটা আগের দিনেই গড়ে ফেলেছিল বিসিবি একাদশ। অপেক্ষা ছিল ব্যবধানটা কত বড় হয়- সেটা দেখার। শেষ পর্যন্ত ভারতের তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশকে ইনিংস ও ৪ রানে হারিয়ে ভারত সফরে শুভ সূচনাই করলেন মিঠুন-তাইজুলরা।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম চার দিনের ম্যাচে শুক্রবার আনুষ্ঠানিকতা সেরেছে বিসিবি একাদশ। দুই ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
তামিলনাড়ু একাদশের বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন অখ্যাত। জয়টা তাই প্রত্যাশিতই ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক ঝাঁক ক্রিকেটার নিয়ে গড়া বিসিবি একাদশের।
নিজেরা ৩৪৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে তামিলনাড়ু একাদশকে স্রেফ ৯৩ রানে গুটিয়ে দেয় বিসিবি একাদশ। ২৫৬ রানের বিশাল লিড থাকায় প্রতিপক্ষকে আবারও ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা।
এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করে স্বাগতিকরা। তবে এড়াতে পারেনি ইনিংস ব্যবধানের হার। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে শুক্রবার চতুর্থ দিন শুরু করে তারা থেমে যায় ২৫২ রানে।
বিসিবি একাদশকে প্রথম ইনিংসে বড় পুঁজি এনে দেয়ার কারিগর ছিলেন মোহাম্মদ মিঠুনই। ৮ ছক্কা ও ১০ চারে ১৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক। অবদান ছিল ৯ চারে ৮৯ রান করা সাদমান ইসলামেরও।
তবে এই জয়ের কৃতিত্বটা সচেয়ে বেশি দুই বোলারের। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া পেসার রেজাউর রহমান রাজা দ্বিতীয় ইনিংসে নেন আরও দুটি। আর প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা স্পিনার তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন ৫টি উইকেট।
তাইতো মোট ৯ উইকেট নিয়ে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ চার-দিনের ম্যাচ। এরপর তিনটি ওয়ানডে খেলবে তারা।
প্রীতি / প্রীতি
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা