চেলসি-লিভারপুলের অঘটনের দিনে ম্যানসিটির জয়
অ্যানফিল্ড স্টেডিয়ামে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চমকে দিলো লিডস ইউনাইটেড। শনিবার রাতে অঘটনের শিকার হয়েছে চেলসিও। গ্রাহাম পটার তার সাবেক ক্লাব ব্রাইটনের মাঠে ফিরে ৪-১ গোলে হারের তেতো স্বাদ পেয়েছেন। দুই বড় ক্লাবের অঘটনের দিনে ১-০ গোলের ছোট জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
লেস্টার সিটির মাঠে কেভিন ডি ব্রুইনার ফ্রি কিক গোলে পাওয়া জয়ে ম্যানসিটি ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা আর্সেনালকে (২৮) টপকে শীর্ষে। চেলসি ২১ পয়েন্ট নিয়ে পাঁচে। লিভারপুল ১৬ পয়েন্ট নিয়ে ব্রাইটনের পেছনে পড়ে গেছে, ৯ নম্বরে তারা।
কিং পাওয়ার স্টেডিয়ামে ডি ব্রুইনার ৪৯তম মিনিটে নেওয়া বাঁকানো ফ্রি কিক লেস্টারের রক্ষণ দেয়াল পেরিয়ে বাঁ পোস্টে আঘাত করে লাইন পেরোয়। সিটিতে যোগ দেওয়ার পর প্রথমবার প্রিমিয়ার লিগ ম্যাচে দর্শক ইনজুরিতে আক্রান্ত আর্লিং হাল্যান্ড। ক্লাবের শীর্ষ গোলদাতার অনুপস্থিতি টের পেয়েছে ম্যানসিটি।
এদিকে ঘরের মাঠে লিভারপুল চতুর্থ মিনিটে পিছিয়ে পড়েছিল রদ্রিগোর গোলে। জো গোমেজের ভুল ব্যাক পাসে আলিসন এগিয়ে এসে বল ধরে রাখতে পারেননি। সুযোগ বুঝে খালি জালে বল জড়ান রদ্রিগো।
১০ মিনিট পর মোহাম্মদ সালাহ লিভারপুলকে সমতায় ফেরান। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে মিশরীয় ফরোয়ার্ডের ভলি জালে জড়ায়।
২৯ ম্যাচ ধরে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে অপরাজিত লিভারপুলের জন্য বড় চমক অপেক্ষা করছিল। আগের আটটি লিগ ম্যাচে জয়হীন থাকা লিডস উঠেপড়ে লাগে গোল দেওয়ার জন্য। একই সঙ্গে ডারউইন নুনেজকে থামিয়ে স্কোর সমান রাখে। তারপর শেষ মুহূর্তে ক্রিসেনসিও সামারভিলের নাটকীয় গোল। তাতে ৩০ ম্যাচে প্রথমবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগে হার লিভারপুলের।
ব্রাইটন ছাড়ার ৫২ দিন পর পটার ফিরেছিলেন চেলসির সঙ্গে। ফালমার স্টেডিয়ামে ফেরাটা সুখের হয়নি।
ম্যাচের পঞ্চম মিনিটে পায়ের দারুণ কাজে কেপাকে পরাস্ত করে ব্রাইটনকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ট্রসার্ড। এরপর রুবেন লোফটাস চিক ও ট্রেভহ চালোবাহর আত্মঘাতী গোলে স্বাগতিকদের ৩-০ এগিয়ে রাখে।
চেলসি দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। ফরোয়ার্ড কাই হ্যাভার্জ ৪৮তম মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু ব্রাইটনের রক্ষণ ও গোলকিপার রবার্ট সানচেজের দৃঢ়তায় তারা পেরে ওঠেনি। বরং যোগ করা সময়ে প্যাসকাল গ্রবের গোলে বড় ব্যবধানে হারে ব্লুরা।
প্রীতি / প্রীতি
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা