আফগানিস্তানকে হটিয়ে টিকে থাকল শ্রীলঙ্কা
যে রশিদ খানের ভয়ে তটস্থ থাকেন ব্যাটসম্যানরা, সেই ভয়ঙ্কর বোলারকেই বেশি মেরে খেললেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। আরেক স্পিনার মুজিব উর রহমানও ছিলেন মলিন। স্পিন নির্ভর আফগানিস্তানকে দমিয়ে তাই জয় পেতে ভুগতে হলো না শ্রীলঙ্কাকে। ৯ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে গেছে তারা। তাতে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান এবং সেমিফাইনালের দৌড়ে টিকে রইলে এশিয়ার চ্যাম্পিয়নরা।
প্রথম ওভারে ৮ রান। ১৪৫ রানের লক্ষ্যে দারুণ শুরু শ্রীলঙ্কার। কিন্তু পরের তিন ওভারে মুজিব উর রহমান ও ফজল হক ফারুকী চেপে ধরে। মুজিব তার দুই ওভারে ৬ রান দিয়ে নেন ১ উইকেট, মাঝে ফারুকীর মেডেন ওভার।
৪ ওভারে ১ উইকেটে ১৪ রান তোলা শ্রীলঙ্কার হাত খুলে যায় পঞ্চম ওভার থেকে। কুশল মেন্ডিস টানা দুটি চার মারেন ফরিদ আহমেদের ওভারে। ৬ ওভারে ২৮ রান তোলা লঙ্কানরা পাওয়ার প্লে শেষ হতে আরও আগ্রাসী।
সপ্তম ওভারে কুশল ও ধনঞ্জয়া ডি সিলভা ১৭ রান নেন ফরিদের বলে। রশিদ খান বল হাতে নিয়েই দেখা পান উইকেটের। ২৭ বলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করে উইকেটের পেছনে রহমানউল্লাহ গুরবাজের গ্লাভসে ধরা পড়েন। আফগান লেগস্পিনারের পরের বল ওয়াইড হয়ে বাউন্ডারির বাইরে।
১০ ওভার শেষে ২ উইকেটে ৬৩ রান শ্রীলঙ্কার। পানি পানের বিরতির পর হঠাৎ করে রুদ্রমূর্তি তাদের। পরের তিন ওভারে ৩৬ রান তুলে ফেলে তারা ধনঞ্জয়ার দুটি ছয়, একটি চারে। এর মধ্যে রশিদ একাই দেন ১৪ রান।
অবশ্য রশিদ তার তৃতীয় ওভারে এই ঝড় থামান চারিথ আসালাঙ্কাকে (১৯) ফিরিয়ে। ৩৪ বলে ৫৪ রানের জুটি উপহার দেন তিনি ধনঞ্জয়ার সঙ্গে। আর পথ হারায়নি লঙ্কানরা। ১৫তম ওভারে দুটি চারে ভানুকা রাজাপাকসা রানের গতি বাড়ান। একই ওভারে জীবন পাওয়া ধনঞ্জয়া আগ্রাসন থামাননি। মুজিবের শেষ ওভারের প্রথম বলে তিনটি রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটসম্যান পরপর দুটি চার মারেন।
ধনঞ্জয়ার সঙ্গে ২৭ বলে গড়া ৪২ রানের জুটি ভেঙে যায় জয় থেকে তিন রান দূরে থাকতে। আসালাঙ্কার (১৮) বিদায়ের অধিনায়ক দাসুন শানাকাকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ধনঞ্জয়া। ৪২ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি। কোনও বল খেলতে হয়নি শানাকাকে।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রশিদ ও মুজিব।
আফগানিস্তানকে ১৪৪ রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখায় ম্যাচসেরা হয়েছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তিনি।
এই জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেলো শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলে এক পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলে নিউ জিল্যান্ড ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর শীর্ষে।
প্রীতি / জামান
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?
আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা