ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন করলেন কুবি অধ্যাপক সৈয়দুর


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৬:৩৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে একমাত্র শিক্ষক হিসেবে এশিয়া প্যাসিফিকের বার্ষিক কনফারেন্সে গবেষণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

গত নভেম্বরের ২৪ তারিখ সিঙ্গাপুরের লাইফলং লার্নিং ইনস্টিটিউটে শুরু হওয়া এই কনফারেন্সে ২৫ ও ২৬ নভেম্বর গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সিঙ্গাপুর থেকে ফিরে এসে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক সৈয়দুর রহমান।

তিনি 'ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্টেশন অফ আউটকাম-বেসড এডুকেশন ইন বাংলাদেশ এইচইআইএস: ইভালুয়েশন অফ কোয়ালিটি এসুরেন্স এসপেক্ট ডিউরিং কোভিড-১৯ পিরিয়ড' শীর্ষক একক গবেষণাপত্র উপস্থাপন করেন কনফারেন্সে।

জানা যায়, এই কনফারেন্সে বাংলাদেশ থেকে মোট পাঁচজন শিক্ষক অংশগ্রহণ করেন। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুধু অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান অংশগ্রহণ করেন। বাকি চারজনের একজন অংশগ্রহণ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া বাকি তিনজন অংশগ্রহণ করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও গন বিশ্ববিদ্যালয় থেকে।

এ বিষয়ে অধ্যাপক সৈয়দুর রহমান বলেন, 'বিশ্বব্যাপীই এখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা একটি আলোচিত ইস্যু। বাংলাদেশেতো অবশ্যই। ২০১৭ সালে জাতীয় সংসদে বাংলাদেশ এক্রিডিটেশন আইন-২০১৭ পাশ হওয়ার পর থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কাজ শুরু হয়। যদিও শিক্ষার গুনগত মান নিশ্চিত করনে দক্ষিণ এশিয়া সহ পৃথিবীর প্রায় অনেক দেশেই অনেক আগেই শুরু হয়েছে। আমরা এ বিষয় দিয়ে এখনও অনেক দূরে।  এপিকিউএন'র বার্ষিক একাডেমিক কনফারেন্স ২০২২ এ  সবচেয়ে আলোচিত বিষয় ছিল ব্লেনডেড লার্নিং এবং এর গুনগত মান নিশ্চিত করন নিয়ে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় ছিল গুনগত মান নিশ্চিতকরন নাকি উচ্চ শিক্ষা প্রতষ্ঠিানের র‍্যাংকিংকে গুরুত্ব দেওয়া? আলোচনায় গুরুত্ব দেওয়া হয় যে শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে পারলেই র‍্যাংকিং এর বিষয়টি আরো স্বীকৃতি পাবে। আমি মনে করি, বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার গুনগত মান নিশ্চিত করনের উদ্দ্যেশ্যে এক্রিডিটেশন বডিসমূহ কর্তৃক নির্ধারিত শিক্ষার গুনগত মান নিশ্চিত করনের সাথে সম্পর্কিত মানদণ্ডের মাপকাঠি নিয়ে কাজ করা এবং উচ্চ শিক্ষার প্রতিষ্টানের র‍্যাংকিংয়ের উন্নত করার জন্য যে সমস্ত সূচকসমূহ আছে তা নিয়ে কাজ করা। গুনগত মান নিশ্চতকরতে পারলেই র‍্যাংকিং এর সূচক এমনিতেই বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের কাঙ্খিত লক্ষে পৌছাতে পারব।

তিনি আরো বলেন, ইতোমধ্যে এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান কারিকুলামকে আউটকাম বেসড এডুকেশনের রুপান্তরের সিদ্ধান্ত গ্রহন করেছে। এই কনফারেন্সে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রায় সবদেশেই অংশ গ্রহন করে। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ০২ জন ডেলিগেটস হিসেবে অংশ গ্রহন করে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো থেকে এআইউবি এবং গন বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন অংশগ্রহন করে। আমাকে অংশগ্রহনের অনুমতি দেওয়ার জন্য আমি মাননীয় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানাই। 

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান ২০২০  সালে 'এপিকিউএন'র কনফারেন্সে যাওয়ার জন্য তৎকালীন প্রসাশনের কাছে আবেদন করেছিলেন কিন্তু তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান এর হাত ধরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠিত হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করেন।

সুজন / সুজন

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বাকৃবির ১২ গবেষক

বিশ্বের শীর্ষ দুই শতাংশ গবেষকদের তালিকায় ইবির দুই অধ্যাপক