ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ২:২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই খসড়া তালিকায় নাম বিভাগ ও আইডি নম্বর থাকলেও ছবি নেই ভোটারদের। তবে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি রাখার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। আজ শনিবার জকসুর নির্বাচন কমিশন সূত্রে এই পরিকল্পনার তথ্য জানা যায়। জকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবিসহ তালিকা প্রকাশের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের সাথে ছাত্রনেতাদের এক মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নির্বাচন কমিশনের নিকট এই দাবি জানায়। নির্বাচন কমিশনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জুলফিকার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের ছবি যুক্ত করার পরিকল্পনা করছি। সর্বোচ্চ চেষ্টা করবো এটি বাস্তবায়নের জন্য। এর আগে গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। জকসুর ওয়েব সাইটে ৩৮ টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটের মোট ১৬ হাজার ৩৬৫ জন শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ হয়। এর পরই উঠেছে নানা রকম অসঙ্গতির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হয়েও অনেকের নাম খসড়া ভোটার তালিকায় নেই, আবার কিছু বিভাগের মাস্টার্স শেষ করা শিক্ষার্থীদের নাম যুক্ত হয়েছে খসড়া এই ভোটার তালিকায়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নির্বাচনের পরবর্তী ধাপগুলোর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সদস্যরা বলছে অভিযোগের বিষয় গুলো আমলে নিয়ে রোবারের মধ্যেই সমাধান করা হবে। খোজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও বাংলা বিভাগের শিক্ষার্থী রিয়াসাল রাকিব স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের সাথে শিক্ষা কার্যক্রম অব্যহত রেখেছেন। তবে এই খসড়া তালিকায় তার নাম আসেনি। তিনি বলেন, “আমি স্নাতকোত্তরের শিক্ষার্থী। আমি এখন স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী হয়েও ভোটার তালিকায় আমার নাম নেই। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচনে ভোট দেওয়া সব রানিং শিক্ষার্থীর অধিকার। তাই নির্বাচন কমিশনের কাছে এই তালিকা সংশোধনের আহ্বান জানাই।” একই অভিযোগ করেন বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী ইমরান হুসাইন। তিনি বলেন, আমি স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী। পরীক্ষা দেওয়ার জন্য ৪ নভেম্বর ফর্ম ফিলাপ করে রেজিষ্ট্রেশন করেছি অনলাইনে। আমার দুইটা পরীক্ষা বাকি আছে মাস্টার্স সেকেন্ডে সেমিস্টারে৷ নিয়ম অনুযায়ী আমার ভোটার হওয়ার অধিকার আছে। একই অভিযোগ করেন জকসু নির্বাচনে প্রার্থী নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য।তিনি বলেন,“আমি অষ্টম সেমিস্টারের রানিং শিক্ষার্থী, এমনকি মিডটার্ম পরীক্ষা দিচ্ছি। তাহলে আমাকে কেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো? নির্বাচন কমিশনকে এর জবাব দিতে হবে।” তিনি আরও বলেন, “আমার ব্যাচের সবার নাম ভোটার তালিকায় আছে, শুধু আমার নেই। অন্যদিকে আমি জকসু নির্বাচনের একজন প্রার্থী। এটা অত্যন্ত হতাশাজনক। নির্বাচন শুরুর আগেই যদি এমনটা হয়, তাহলে পুরো কমিশনের স্বচ্ছতা নিয়েই সন্দেহ তৈরি হয়।” একই বিভাগের আরেক শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, “ভোটার তালিকা প্রকাশের পর দেখি সেখানে আমার নাম নেই। বিষয়টি আমি বিভাগে জানিয়েছি।” অন্যদিকে আইন বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীদের স্নাতকোত্তরের পরীক্ষা শেষে সম্প্রতি ফল প্রকাশ হয়েছে। এরপরেও খসড়া ভোটার তালিকায় তাদের নাম এসেছে। এই নিয়ে চলছে নানারকম আলোচনা সমালোচনা। আইন বিভাগের ওই ব্যাচের এক শিক্ষার্থী বলেন,“আমাদের ব্যাচের সবাইকে ভোটার তালিকায় রাখা হয়েছে। অথচ আমাদের মাস্টার্সের রেজাল্ট সপ্তাহ খানেক আগে প্রকাশ হয়েছে। আমার মতে জকসু নির্বাচনে কেবল রানিং শিক্ষার্থীদেরই ভোটার তালিকায় রাখা উচিত। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।” ভোটার তালিকার অসঙ্গতি বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনারকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে নির্বাচন কমিশনের সদস্য ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদকে ফোন দিলে তিনি বলেন,“ ত্রুটির বিষয় গুলো আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে বিভাগগুলোতে নোটিশ পাঠিয়েছি। বিভাগগুলো থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবারের মধ্যে সব সমস্যার সমাধান হবে। বেশির ভাগ বিভাগের মাস্টার্স ২০২২–২৩ সেশনের শিক্ষার্থীরা যারা এখনো পাস করেননি, তাদের নাম খসড়া ভোটার তালিকায় আসেনি। এসব বিষয় সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা

জকসু নির্বাচন ছবি যুক্ত ভোটার তালিকার পরিকল্পনা নির্বাচন কমিশনের

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের সেমিনার

১৬ নভেম্বর এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

ইবিতে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তিন শিক্ষার্থী বহিষ্কার

জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

বিনায় বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

বিতর্কের মুখে প্রাথমিকের শারীরিক শিক্ষা-সংগীত শিক্ষক পদ বাদ

বাঁচতে চায় জবি শিক্ষার্থী নূরনবী, মানবতার টানে এগিয়ে আসুন একটি জীবন বাঁচানোর আহ্বান

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতার অভিযোগে ৭৪ শিক্ষক -কর্মকর্তা- শিক্ষার্থী বহিষ্কার

রসায়ন ছাত্র থেকে বৈশ্বিক পর্যটন নেতৃত্বে আল মামুন

জবি ছাত্রদলের নভেম্বর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা