ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ফের জুভেন্টাসের কোচ হলেন আলেগ্রি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১০:৪৭

জুভেন্টাসের দায়িত্ব পেয়ে ভালো কিছু করতে ব্যর্থ হওয়ার কারণে কোচ আন্দ্রে পিরলোকে বরখাস্ত করার পর আবারো ম্যাসিমিলিয়ানো আলেগ্রিকে হেড কোচ বানাল ক্লাব কর্তৃপক্ষ। জুভেন্টাস প্রেসিডেন্ট এক বিবৃতির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্টাসের কোচ ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে টানা পাঁচ বছর ইতালিয়ান সিরি 'আ' ও চারটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছিল ক্লাবটি। এছাড়াও দুইবার রানার্সআপ হয়েছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে।

জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেননি অ্যালেগ্রি। ফলে দুই মৌসুমে সারি ও পিরলোর হাত ঘুরে ফের অ্যালেগ্রির কাছেই এলো জুভদের দায়িত্ব। নতুন মৌসুমের শুরু থেকেই পুরোনো ক্লাবের ডাগআউটে ফিরবেন তিনি।

এদিকে ধন্যবাদ জানিয়েই পিরলোকে বিদায় জানিয়েছে জুভেন্টাস। তারা লিখেছে, ‘যে সাহস, নিষ্ঠা ও আবেগ প্রতিদিন পিরলো দেখিয়েছেন, তার জন্য ‘মায়েস্ত্রো’, কোচ ও আন্দ্রেয়াকে হৃদয় থেকে ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য। আশা করি, তার আগামীর পথচলা দারুণ হবে।’

আলেগ্রি ফেরাতে জুভেন্টাস–সমর্থকেরা আবার আশায় বুক বাঁধতেই পারেন। পিরলোর অধীনে এই মৌসুমের শেষ দিকে এসে ইতালিয়ান কাপ জিতেছে জুভ, লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে লিগের শেষ দিনে এসে, কিন্তু ১০ বছরের মধ্যে এবারই প্রথম লিগ হাতছাড়া হলো জুভেন্টাসের। সেটাও দলে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এক মহাতারকা আছেন, এমন সময়ে!

সে ক্ষেত্রে আলেগ্রির আগমনে জুভেন্টাসের আশার কারণ এই যে প্রথম দফায় জুভেন্টাসে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতার পাশাপাশি ২০১৫ ও ২০১৭ সালে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তুলেছিলেন আলেগ্রি।

প্রীতি / জামান

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও

বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন

এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা

৯৫০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো

লিভারপুলের দুর্দশা চলছেই, এবার হারলো ব্রেন্টফোর্ডের কাছে

বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্লীলতাহানি, যা বলছে ভারত

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক