ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মেয়েদের ওয়ানডে সিরিজের শুরুটাও হার দিয়ে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২২ বিকাল ৫:৫৬

নিউজিল্যান্ড সফরে বার বার ব্যর্থতাতেই বাংলাদেশের মেয়েদের মুখ ঢাকতে হচ্ছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের শুরুটাও হলো হার দিয়ে। প্রথম ওয়ানডেতে নিগার সুলতানারা ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন। এই ম্যাচের প্রাপ্তি বলতে নিগারের ক্যারিয়ার সেরা ইনিংস।

রবিবার ওয়েলিংটনে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৮০ রান তুলতে পারে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন নিগার। ১৩৩ বলে ৪ চার ও ১ ছয়ে তার ৭৩ রানের ইনিংসে দাঁড়িয়েই বাংলাদেশ মোটামুটি মানের একটা সংগ্রহ দাঁড় করাতে পারে। নিগার ছাড়া শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। এছাড়া লতা মণ্ডল ২২ ও রিতু মনি ১৫ রান করেছেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জেস কার সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন।

সহজ লক্ষ্যে নেমে ৩১ ওভারেই জয় তুলে নেয় কিউই মেয়েরা। যদিও নবম ওভারে সোফি ডিভাইন (২১) ও অ্যামেলিয়া কারকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের দারুণ সুযোগ তৈরি করেছিলেন জাহানারা আলম। কিন্তু ম্যাডি গ্রিনের দৃঢ়তায় সেটি হয়নি। শেষ পর্যন্ত সুজি বেটস ও ম্যাডি গ্রিনের ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৯১ বলে ১২ চারে ৯৩ রানে অপরাজিত ছিলেন বেটস। গ্রিন ৭০ বলে ৫ চারে ৫৯ রানের ইনিংস খেলেছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল জাহানারাই দুটি উইকেট নিয়েছেন। ৮ ওভারে খরচ করেছেন ৩২ রান।

প্রীতি / প্রীতি

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান ক্রিকেটাররা, যা বলছে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি