জেদ্দায় বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জেদ্দায় বিজয় দিবস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বেঙ্গল টাইগার ও ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব জেদ্দা- এ টুর্নামেন্টের আয়োজন করেন।
শুক্রবার ( ২৩শে ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ১০টা থেকে সরাফিয়া এরাবিয়ান ক্লাব মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিডি ফ্যাক্টরি মক্কা গুল্ডেন স্টারকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এতে জেদ্দার ১৬টি ক্রিকেট ক্লাব অংশ নেয়। খেলা শেষে বিজয়ী এবং খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশন সৌদিআরব পঞ্চিমাঞ্চল এর সভাপতি এম ওয়াই আলাউদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া স্পোর্টিং ক্লাব জেদ্দা-এর সভাপতি রাসেল ভূইয়ার সভাপতিত্বে এবং রিপাতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, শেখ সনি, ফারুক, মোরসালিন, আরিফ, সিএনএফ নূর, মিলন প্রমুখ। এ খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ইমরান ভূইয়া , প্লেয়ার অব দ্যা ফাইনাল ও বেস্ট ব্যাটসমান হিসেবে নির্বাচিত হয় শিপন।
এর আগে, ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে বিডি ফ্যাক্টরি নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৬১ রান করেন। এদিকে গুল্ডেন স্টার মক্কা ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করতে সক্ষম হয়। ফলে ৫২ রানের জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বিডি ফ্যাক্টরি । পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে প্রাইজসহ ৯৯৯৯ সৌদি রিয়াল ও রানার্সআপ দলকে প্রাইজসহ ৬৬৬৬ সৌদি রিয়াল দেওয়া হয়।
এই সময় প্রধান অতিথি প্রবাসী তরুণদের সৌদি আরবের বিভিন্ন ক্রিকেট খেলায় অংশগ্রহণ ও দেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।
প্রীতি / প্রীতি

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে হারাল ফ্রান্স

আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল
