৩১বছর বয়সের কনের ৭১বছরের বরের বিয়ে

প্রেমের যে কোন বয়স নেই তারই আবারো জানান দিয়ে গেছেন ৭১বছরের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক। তার দীর্ঘ দুই বছর ধরে চলে আসা প্রেম অবশেষে প্রণয়ে পরিণত হয়েছে। গত ১৮মার্চ তার প্রেম গড়িয়েছে বিয়ের পিড়িতে। খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হয় তাদের বিয়ে। কিন্তু বর যাননি কনের বাড়ী বরং কনেযাত্রী এসেছেন বরের বাড়ীতে। রীতি রেওয়াজ অনুযায়ী যেখানে বরযাত্রী যান কনের বাড়ীতে, সেখানে বরের বাড়ীতে কনেযাত্রী আসাটা রীতিমতো ব্যতিক্রম ঘটনা বলে এনিয়ে এলাকা জুড়েও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও তাদের এই বিয়ের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরালও হয়েছে।
রামপাল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর আলহাজ্ব মোঃ শওকত আলী হাওলাদার (৭১) পারিবারিক সূত্রে জানা যায়, শওকত আলী প্রফেসরের চাকুরীকালে তাকে বিয়ে দেয়ার জন্য পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় কনে দেখা হয়। কিন্তু সে সকল কনে তার পছন্দ না হওয়া ও ওই সকল কনে পরিবার তার পরিবারের সাথে সামজস্যহীন মনে করার কারণেই তার বিয়ে করা হয়ে উঠেনি। একপর্যায়ে এসে তিনি বিয়ে না করে চিরকুমার হয়ে থাকার বিষয়টি পরিবারকে জানিয়ে দেন। তার এমন সিদ্ধান্তে পরিবার আর নতুন করে বিয়ের চাপও দেননি তাকে। তিনি কলেজ শিক্ষকতা থেকে অবসর নিয়ে রামপাল উপজেলা হুড়কা ইউনিয়নের হুড়কা এলাকায় চিংড়ি ঘের ব্যবসায়ে জড়িয়ে পড়েন। এরপর থেকে ঘেরই হয়ে ওঠে তার কাছে সংসার। সেই ঘের দিয়ে তিনি সম্পদের বিস্তার ঘটিয়েছেন। কিনেছেন ৭০/৮০বিঘা জমিও। হুড়কায় তার রয়েছে ১০ বিঘার একটি বাগান বাড়ীও। নিজের আয়ের অর্থ দিয়ে স্থানীয় অনেক ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে চাকুরীরও ব্যবস্থা করে দিয়েছেন তিনি। তাদের মধ্যে মোংলার কুমারখালী এলাকার বিএনপি নেতা আব্দুল হালিম খোকন, মোংলা কলেজের প্রফেসর শ্যামা পদ, ইউনুস আলী স্কুলের শিক্ষক সুজীত মন্ডলকে তার খরচে রামপালে লেখাপড়া শিখিয়েছেন তিনি। তার পরিবারের ৮ভাই ও ৭বোনের সকলেই শিক্ষিত। তিনি ছাড়াও তার পরিবারে ভাইয়েরাও প্রফেসরসহ সরকারী চাকুরীজীবিও রয়েছেন। ৮ভাইয়ের মধ্যে মেঝো শওকত আলী। আর বড় ভাই সরকারী চাকুরী করেন আর একেবারে ছোট ভাইও প্রফেসর।
তবে তিনি শিক্ষা জীবন থেকে পরিবার থেকে আলাদা থাকতেন। পড়াশুনার জন্য বড় সময় কাটিয়েছেন খুলনায়। আর রামপাল সরকারী কলেজে চাকুরীতে ঢুকে তার যৌবনের বড় সময় কেটে যায়। চাকুরী ছেড়ে লেগে যান ঘের ব্যবসায়। ছিল পরিবহন ব্যবসাও।
বয়স যখন ৭০এ তখন তিনি নিজ থেকে একাকিত্বটা অনুভব করতে থাকেন। সেই একাকিত্ব কাটাতে নিজে পথ খুঁজতে থাকেন। তারমধ্যেই ফেসবুকে তার পরিচয় ঘটে মোংলার মিঠাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর হাওলাদারের তৃতীয় মেয়ে শাহিদা পারভীন নাজমার সাথে। শাহিদা বিধবা, তার স্বামী মারা যান ক্যান্সারে। একটি মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়ীতেই থাকতেন। এরপর তাদের সম্পর্ক গভীর হয়ে উঠলে শওকত তার পরিবারকে শাহিদাকে বিয়ে করার সিদ্ধান্ত জানান। পরিবার এ সিদ্ধান্ত পেয়ে বিয়ে আয়োজন করেন। পরিবারের সকলের উপস্থিতিতে গত ১৮মার্চ হুড়কায় শওকত আলীর বাড়ীতে হয়ে এ বিয়ে। বিয়েতে বরের বাড়ীতে আসেন কনেযাত্রীরা। ১০লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় ৭১বছরের বর ও ৩১বছর বয়সের বিধবা কনের। কনের চাহিদানুযায়ী ১০লাখ টাকা দেনমোহরের ৫লাখ টাকার স্বর্ণাংকারে উসুলসহ ৬বিঘা জমি লিখে দেন কনেকে। এছাড়া কনের মেয়েটির দায়িত্বও নেন বর শওকত আলী। বিয়ের পরই রমজান শুরু হয়েছে, তাই হানিমুনেরও সিদ্ধান্ত করে রেখেছেন শওকত। রোজার পর নতুন বউকে নিয়ে হানিমুনে হজে যাবেন তিনি।
শওকত আলী বলেন, মুলত স্বাধীনতা খর্ব হবে বিদায় বিয়ে করিনি। বিয়ে করলে বউকে জবাবদিহি, অর্থের হিসাব, কাজ কর্মের কৈফিয়ত দিতে হয়। এছাড়া আমার কাছে রেখে ভাইদের লেখাপড়া শিখিয়েছি, এখনও পরিবারকে নানাভাবে সহায়তা করছি। স্ত্রী থাকলে এসব কিছুতে বাঁধা আসতো তাই বিয়ে করিনি। কিন্তু এখন দেখছি একাকিত্ব লাগছে তাই পরিবারকে জানিয়েই বিয়ে করলাম। হানিমুনে স্বরুপ বউকে নিয়ে হজে যাবো আগামীতে। বিয়ে নিয়ে এখন অনেকেই অনেক কথাই বলছেন, তাতে কি, পিছনে তো কতজনে কত কিই বলে। বিয়ে করে ভাইরাল হওয়াতে অনেক পুরানো বন্ধুদেরও ফোন পাচ্ছি, ভালই লাগছে। নতুন করে পুরানো বন্ধুদের সম্পর্কটার ঝালাই হচ্ছে।
এমএসএম / এমএসএম

দাগনভূঞায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে হোটেল হ্যাঁভেনে পুলিশের অভিযানে ৮ জন আটক, গণবিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৭ দফা দাবিতে সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে রিফাত হত্যা মামলার আসামী গ্রেফতার

জাফলংয়ে অবৈধ বালু-পাথর উত্তোলনে বাধা

কুমিল্লায় প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

খরস্রোতা তিস্তা এখন মরা খাল ভাঙ্গনে দুই যুগে লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ে হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক গাজীপুর থেকে উদ্ধার

জয়পুরহাটে প্রতারণা মামলায় শিক্ষকসহ তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার
Link Copied