ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বিআরবি সিকিউরিটিজের সিইও পদে যোগ দিলেন আলমগীর হোসেন


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ১২:১২

বিআরবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আলমগীর হোসেন। এরআগে তিনি বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিআরবি সিকিউরিটিজে যোগদান বিষয়ে জানতে চাইলে আলমগীর হোসেন অর্থসূচককে বলেন, বিআরবি সিকিউরিটিজ সুনামের সাথে ব্যবসা করছে। পুঁজিবাজারে ব্যাপক বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটির। বিনিয়োগের পরিমাণ আরো বাড়াতে চায়। ২০০৭ সালে প্রতিষ্ঠানটি কাজ শুরু করলেও এতদিন কিছুটা পিছিয়ে ছিলো। এখানে তিন দিন হলো যোগ দিলাম। প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিভাবে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে পারি সেদিকে নজর রাখছি। ভালো সেবা দিয়ে গ্রাহকদের মন জয় করতে চাই। এসব কাজগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

পুঁজিবাজার নিয়ে দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনায় তার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে ব্রোকারেজ হাউজ ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও অ্যানালাইসিস, সম্পদ ব্যবস্থাপনা এবং কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি ১৯৯৬ সালে সার সিকিউরিটিজে জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০০ থেকে ২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এনসিসি সিকিউরিটিজ লিমিটেডে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এরপর ২০০৫ থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে প্রিন্সিপাল অফিসার এবং ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত তিনি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পান। সবশেষ বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক হোল্ডিংসে যোগ দিয়েছিলেন।

শিক্ষাজীবনে মো. আলমগীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) থেকে ক্যাপিটাল মার্কেটের ওপর পোস্ট গ্রাজুয়েট সম্পূর্ণ করেছেন।

এছাড়াও তিনি ডিএসই থেকে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং, সিডিবিএল থেকে সিডিএস অপারেটিং, ডিএসই থেকে শেয়ার ট্রান্জেকশন এক্টিভিটিজ, বিআইবিএম থেকে ইনভেস্টম্যান্ট এবং মার্চেন্ট ব্যাংকিং, ইউকে থেকে কাস্টমার সার্ভিস ট্রেনিং, ইন্ডিয়া থেকে আর্থিক বাজারে ডেরিভেটিভ মডিউল ট্রেনিং এবং বিকল্প মূল্য নির্ধারণ এবং ট্রেডিং মৌলিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইক্যুইটি সিকিউরিটিজের ঝুঁকি ট্রেনিং, বাংলাদেশ ব্যাংক থেকে এন্টি মানি লন্ডারিং এবং সিএফটি ট্রেনিং এবং নিউজিল্যান্ড থেকে সিইও ট্রেনিং নিয়েছেন।

আলমগীর হোসেন ১৯৭০ সালের ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কলেজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের উদ্যোগ

বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিডা ও টয়োটা বাংলাদেশের বৈঠক

জানুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল

অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ : বিশ্বব্যাংক

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আনবে সরকার

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

ভোক্তারা সরকারি মূল্যে এলপি গ্যাস কিনতে পারবেন, এ নিশ্চয়তা দিতে পারছি না