বাজার বিশ্লেষণ

একজন উদ্যোক্তার নিজের ব্যবসার উন্নতির লক্ষ্যে বাজার সম্পর্কে একটা সুস্পস্ট ধারনা থাকতে হবে।
কারণ ঃ আমরা যদি সঠিক বাজার বিশ্লেষণ না করে পন্য নির্বাচক করি এবং সেই পণ্যের আমদানি করি বা মজুদ করি তাহলে আমাদের ব্যবসায় লাভের থেকে লসের সম্ভাবনা বেশি থাকে। বাজার সৃষ্টির ক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণ একটা অনেক গুরুত্বপূর্ণ ক্রেতার চাহিদা এবং তার সামর্থ্যের কথা মাথায় রেখে মূল্য নির্ধারণ করতে হবে তাহলে একজন উদ্যোক্তা অতি দ্রুত তার পন্যের বাজার বৃদ্ধি করতে পারবে। আমরা যে পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে চাই সে পরিকল্পনার বাইরে বিকল্প পরিকল্পনা থাকতে হবে যদি পরিকল্পিত পরিকল্পনায় সফল না হই তাই আমাদের বিকল্প পরিকল্পনা থাকতে হবে। নিজের ব্যবসা নিয়ে বাজারে টিকে থাকতে হলে বাজার বুঝে নিজের পণ্যকে আকর্ষণীয় করে তুলে টার্গেট কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। আমরা যদি মার্কেট বিশ্লেষণ অর্থাৎ মার্কেট বুঝতে পারি তাহলে আমরা আমাদের ব্যবসার জন্য নির্দারিত পন্যের বাইরেও নতুন পণ্য সংযোজন করতে পারবো। যাকে বলে ঝোপ বোঝে কোপ।মার্কেট সম্পর্কে সুস্পস্ট ধারণা নিতে পারলে আমাদের জন্য নির্দিস্ট লক্ষ্যে পৌঁছাতে সহজ হবে। আমরা আমাদের বাজার গবেষণার মাধ্যমে যদি বুঝতে পারি কোন এলাকায় আমরা আমাদের কোন পণ্যের বিনিয়োগ বাড়াবো আর কোন এলাকায় কমাবো। দীর্ঘদিন বাজারে টিকে থাকতে হলে আমাদের নতুনত্বের দিকে খেয়াল রাখতে হবে পণ্যের ইউনিক দিকে নজর দিতে হবে যা আমাকে অন্যেরপণ্য থেকে আলাদা করবে। আমাকে বাজারে টিকে থাকতে হলে নিজের পণ্য কে ক্রেতার সামনে সুন্দর করে তুলে ধরতে হবে বোঝাতে হবে কেন তারা আমার পণ্য কে পছন্দ করবে, আর অন্যের পণ্য থেকে প্রাধান্যতা দিবে, আমার পণ্য ব্যবহারে তারা কি কি সুবিধা পাবে। বর্তমানে আমাদের কাস্টমার অনেক সচেতন এবং বাজারে একই পণ্যের বিক্রেতা অনেক থাকার কারণে যাচাই বাছাই করার ব্যাপক সুযোগ পাচ্ছে এসব দিকে খেয়াল রেখে নিজের পক্ষে সৃষ্টির জন্য পণ্যের গুণগত মান ঠিক রাখতে হবে।কোন ভাবেই পণ্যের গুনগত মানের সাথে আপোষ করা যাবেনা। এক কথায় বাজারে টিকে থাকতে হলে বাজার বুঝে নিজের পণ্যকে আকর্ষণীয় করে তোলে টার্গেট কাস্টমার পর্যন্ত পৌঁছতে হবে। নিজের পণ্যের বাজার বুঝে সেই পণ্যের বাজারে একই পণ্যের শক্তিশালী প্রতিযোগী খুঁজে বের করে তাদের দুর্বল দিক খুঁজে বের করতে হবে নিজের পণ্যের সোর্সিং সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে তাহলে ক্রেতার সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়া সম্ভব হবে এবং তা আমাদের বাজার সৃষ্টিতে সহায়ক হবে।
জান্নাতুল ফেরদৌস
সত্বাধিকারী: জান্নাত”স কিচেন
Sunny / Sunny

ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে

চিংড়ি মাছের তিল ললিপপ

ডিম আলুরচপ

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন

মিষ্টি আলুর স্যুপ

রেডি টু কুক

কিভাবে চিনবেন দেশী মাছ দেশী হাঁস

গাজরের ক্ষীরসা পাটিসাপটা

বাঁশপাতা সিদল শুটকির ভর্তা

ক্রিসমাস ফ্রুটস কেক

চকলেট লেয়ার উইথ চকোলেট কেক

ভ্যানিলা কাপ কেক
