ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ইশরাত জাহান লাকি 

চিকেন কেসনাট চিজ চিকপিস সালাদ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ৪:৫

উপকরণ
চিকেন কিউব করে কাটা ১ কাপ। কাবনি ছোলা সেদ্ধ আধা কাপ, কাজু বাদাম বাটার দিয়ে ভাজা আধা কাপ,  দেশি পনির ১ কাপ কিউব করে কাটা, ক্যাপিসিকাম দুই কালারের ১ কাপ টমেটো চিলি সস আধা কাপ লবণ আধা চা চামচ, চিনি ২ টেবিল চামচ,  কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ,  গোল মরিচ গুঁড়া ৩ ভাগের ১  চা চামচ,  লেবুর রস ২ টেবিল চামচ।  

                                     
প্রণালি

সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে।

Sunny / Sunny