ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ডিএমপির রামপুরা থানা

এসআইর স্বাক্ষর জাল!


সিরাজুল ইসলাম photo সিরাজুল ইসলাম
প্রকাশিত: ২৭-৭-২০২৩ দুপুর ৩:৪৭

রাজধানীর রামপুরা থানার এসআই মুমিনুল হকের স্বাক্ষর জাল করা হয়েছে। তার স্বাক্ষর জাল করে সোমবার ‘দৈনিক সকালের সময়’ অফিসে একটি প্রতিবাদ পাঠানো হয়। প্রতিবাদ লিপিতে বলা হয়, ২৩ জুলাই দৈনিক সকালের সময় প্রত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘রামপুরা থানার এস আই’র বিরুদ্ধে অভিযোগ, ইয়াবায় ফাঁসলেন যুবক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনাটি হচ্ছে, গত ০৩-০৭-২৩ ইং তারিখ আমি ডিউটি করতে ছিলাম। এ সময় একটি গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। উক্ত অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে একটি ফ্যামিলি বাসায় আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬/১০ এর (ক) ধারায় দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়। এরপর উক্ত ঘটনার পর আপনার পত্রিকার মোস্তাফিজুর রহমান নামের একজন রিপোর্টার আমার কাছে উৎকোচ দাবি করেন; কিন্তু আমি তার দাবিকৃত অর্থ দিতে অপরাগতা প্রকাশ করলে তিনি উল্লেখিত মামলার আসামিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাদের বলেন। কিন্তু তাদেরকে ম্যানেজ করতে না পেরে ২৩ জুলাই আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন প্রতিবেদন করা হয়েছে। আর গ্রেফতারকৃত ব্যক্তিদের পরিবার অভিযোগ দায়ের করার প্রস্তাবের ভিডিও রেকর্ডিং পুলিশের কাছে রয়েছে। তাই প্রকাশিত প্রতিবদনের প্রতিবাদ করছি।

রামপুরা থানার এসআই মুমিনুল হকের আত্মীয় পরিচয় দিয়ে কয়েকজন যুবক প্রতিবাদ লিপিটি সকালের সময় অফিসে এসে দিয়ে যান। সেখানে ফোন নং উল্লেখ ছিল না। সই দেখে এই প্রতিবেদকের সন্দেহ হয়। তিনি যোগাযোগ করেন এসআই মুমিনুল হকের সঙ্গে। তখন মুমিনুল হক বলেন, তিনি প্রতিবাদ পাঠাননি। এই স্বাক্ষরও তার না। তবে কে স্বাক্ষর করেছেন- এমন প্রশ্নে তিনি বলেন, আমি বলতে পারছি না। পরে অনুসন্ধান করে জানা যায়, রামপুরা এলাকায় অনেক লোক মাদক বিক্রিতে জড়িত। তাদের কেউ অতি উৎসাহী হয়ে এসআই মুমিনুল হকের অনুকম্পা পাওয়ার আশায় এই প্রতিবাদ লিপি পাঠিয়ে থাকতে পারেন।

প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বক্তব্য: তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অভিযোগকারী এবং ঘটনাস্থলে থাকা ব্যক্তিদের বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। প্রতিবাদে দুইজন মাদক বিক্রেতাকে আটকের কথা বলা হয়েছে। আমিও তাই লিখেছি। অপর গ্রেফতার হেমায়েত হোসেন হিমুকে তার বাসা থেকে ডেকে এনে ২২টি ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানো হয়েছে বলে তার স্ত্রী রোদেলা বেগম অভিযোগ করেছেন। এসআই মুমিনুল হকের প্রতি আমার ক্ষোভ বা অভিমান নেই। এর আগে তিনি একটি হত্যা মামলার ক্লু বের করেছিলেন। হত্যাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন ওই নারীর স্বামী। আমি তখন বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছিলাম।    

এমএসএম / এমএসএম

আজ প্রকাশ হয়নি প্রথম আলো-ডেইলি স্টার, বন্ধ অনলাইন

সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা

যাত্রাবাড়িতে টাইলস মিস্ত্রি ফারুক হত্যা মামলার মূল আসামিসহ গ্রেফতার ৩

ঢাকাস্থ চাঁদপুর সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা

দি একমি ল্যাবরেটরিজ-এর ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকা-১১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

ঝিগাতলায় হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ঠোঁটকাটা আলতাফসহ ১৬ জন গ্রেফতার

গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বিজয় দিবসে বিজয়ের পিঠা উৎসব :আয়োজনে উত্তরা সেক্টর- ৬ ওয়েলফেয়ার সোসাইটি

গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন